টাইগার পেস ত্রয়ীর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং

টাইগার পেস ত্রয়ীর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং
Vinkmag ad

বাংলাদেশ দলে চলছে পেস বিপ্ল’ব। একসাথে একাধিক পেসার বাংলাদেশের জয়ে অবদান রাখছেন সাম্প্রতিক সময়ে। সাদা বলের ক্রিকেটে তো বটেই, টেস্ট ক্রিকেটেও পেসাররা দাপুটে পারফরম্যান্স উপহার দিচ্ছেন। তার ফলও মিলছে, দল জয় পাচ্ছে, র‍্যাংকিংয়ে উন্নতি হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের আগে ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৬৫ নম্বরে ছিলেন পেসার এবাদত হোসেন। আফগানদের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এবাদত ৪৮ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়ে উঠে এসেছেন ৬২ নম্বরে। টেস্টে এটিই এবাদতের ক্যারিয়ার সেরা রেটিং ও র‍্যাংকিং অবস্থান।

ক্যারিয়ার সেরা রেটিং (২৬৪) অর্জন করেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১২ ধাপ এগিয়ে ৭১ নম্বরে উঠে এসেছেন তিনি।

ক্যারিয়ার সেরা ২২৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮২ নম্বরে আছেন তাসকিন আহমেদ। এই ৩ পেসার খেলেন আফগানদের বিপক্ষে টেস্টে। একাদশের বাইরে থাকা খালেদ আহমেদ ১৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮৫ নম্বরে।

স্পিনার তাইজুল ইসলাম আগের অবস্থান (২১) এ থাকলেও তার রেটিং পয়েন্ট ৪ বেড়ে হয়েছে ৬৩৪। ২৭ নম্বর থেকে ২৫ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ, তার রেটিং পয়েন্ট এখন ৫৯৯।

৬ রেটিং পয়েন্ট হারিয়ে ২৭ থেকে ২৯ এ নেমে গেছেন আফগানদের বিপক্ষে টেস্ট না খেলা সাকিব আল হাসান।

বোলারদের মধ্যে সবমিলে শীর্ষে আছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৮৬০)। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার রেটিং পয়েন্ট ৮২৫। চারে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স, তার রেটিং পয়েন্ট ৮২৪। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইংল্যান্ডের ওলি রবিনসন।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ বাছাইপর্ব ও ভারত সিরিজ; ওয়েস্ট ইন্ডিজের সূচিতে সংঘ’র্ষ

Read Next

‘আমরা কিন্তু ওদের সঙ্গে সবসময় জিতি’

Total
0
Share