পয়েন্ট পাওয়ার আগেই ইংল্যান্ড হারাল দুই পয়েন্ট

অস্ট্রেলিয়া ইংল্যান্ড জরিমানা
Vinkmag ad

অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হারের পর ইংল্যান্ড দলের জন্য ফের ধাক্কা। স্লো ওভার রেটের জন্য ইংলিশ ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হল। জিতেও অস্ট্রেলিয়া দলের স্বস্তি নেই। প্যাট কামিন্সদেরও সমান অংকের জরিমানা করা হল। দুই দলই পয়েন্ট হারাল দু’টি করে। জিতে ১২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার এখন ১০। আর ইংল্যান্ড আছে আরও বিপাকে; তাদের ঋণাত্মক দুই (-২)।

গতরাতে শেষ হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাশেজ লড়াই। আজ এক বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এজবাস্টনে প্রথম অ্যাশেজ টেস্টের সময় স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা থেকে দুটি করে পয়েন্ট হারিয়েছে। উভয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। দুই দলই তাদের লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার কম করে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক ভাবে শুনানির প্রয়োজন নেই।

আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ এর অধীনে, দলের প্রতিটি খেলোয়াড়কে স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। দু’দলই নির্দিষ্ট সময়ের মধ্যে ২ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এজবাস্টন টেস্টে দু’দলেরই দুই পয়েন্ট করে কাটা যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে অস্ট্রেলিয়ার সংগ্রহে এখন ১০ পয়েন্ট। ইংল্যান্ড ম্যাচ হারায় যোগ হয়নি কোনো পয়েন্ট, এবার জরিমানার কারণে ইংল্যান্ডের ঋণাত্মক দুই (-২)।

শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭৪ রান, ইংল্যান্ডের ৭ উইকেট। এজবাস্টনের খেলায় শুরুতে প্রভাব ফেলল বৃষ্টি। এরপর উসমান খাজার লড়াই। শেষদিকে কামিন্স-লায়নের হার-না-মানা লড়াইয়ে অস্ট্রেলিয়ার দুই উইকেটের জয়। রোমাঞ্চের নানা অলি-গলি পেরিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স দলকে এনে দিলেন শ্বাসরুদ্ধকর এক জয়।

৯৭ ডেস্ক

Read Previous

বাড়ল ১১২ রেটিং পয়েন্ট, র‍্যাংকিংয়ে শান্তর লম্বা লাফ

Read Next

এশিয়ান দলগুলোর সাথে পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলতে চায় না

Total
0
Share