

পাকিস্তান নারীদের হারিয়ে উইমেন্স ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের নারীরা। যেখানে লতা মন্ডলের দলের সামনে প্রতিপক্ষ শ্বতা শেরওয়াতের ভারত। হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে ফাইনালে আগে ব্যাট করেছে ভারত।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান স্কোরবোর্ডে জমা করেছে ভারত।
শ্বেতা শেরওয়াত ও ইউ চেত্রির উদ্বোধনী জুটিতে আসে ২৮ রান। ২০ বল খেলে ২ চারে স্বভাববিরুদ্ধ ১৩ রানের ইনিংস খেলেন শ্বেতা। চেত্রি ২২ রান করতে খেলেন ২০ বল।
তিনে নামা দীনেশ ভ্রিন্দা ২৯ বলে ৩৬ রান করলে ভারত সঠিক পথের দিশা পায়। তবে মাঝে গঙ্গাদি তৃশা (১১ বলে ৪), সৌম্য তিওয়ারি (৩ বলে ৩), শ্রেয়াঙ্কা পাতিল (৩ বলে ০), কাশভি গৌতম (৫ বলে ২) করলে চাপে পড়ে ভারত।
সেই চাপ সামলে নেন কনিকা আহুজা। শেষ অব্দি উইকেটে থেকে ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। লেজের ব্যাটার তিতাশ সাধু ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে সেরা বোলার ছিলেন নাহিদা আক্তার। ৪ ওভারে ১৩ রান খরচে ২ উইকেট নেন তিনি। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ২৬ রান খরচে ১ উইকেট, সুলতানা খাতুন ৩০ রান খরচে ২ উইকেট ও রাবেয়া খান ১৪ রান খরচে ১ উইকেট নেন।
এদিন নিষ্প্রভ ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ৩৬ রান হজম করে উইকেটশুন্য থাকেন তিনি। শেষ ওভারেই দেন ১৪ রান।