

শ্রীলঙ্কার বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে জিম্বাবুয়ে উড়ে যাচ্ছে আরও তিন ক্রিকেটার। দিলশান মাদুশঙ্কা, ডুনিথ ওয়েললাগে এবং সাহান আরাচিগে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন স্কোয়াডের সাথে। আগামী ২৩ জুন জিম্বাবুয়ের বুলাওয়েতে দলের সাথে যোগ দেবেন তারা।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জিম্বাবুয়ে সফরে যাওয়া জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় হিসেবে আরও তিন ক্রিকেটারকে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ‘স্ট্যান্ডবাই বিকল্প’ হিসেবে থাকার জন্য জিম্বাবুয়েতে যাবে দিলশান মাদুশঙ্কা, দুনিথ ওয়েললাগে এবং সাহান আরাচিগে।
২৩ জুন তারা বুলাওয়েতে দলের সাথে যোগ দেবেন। শুরু হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘বি’ তে আছে শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা তুলে নিল ১৭৫ রানের বড় জয়। সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে ৩৫৫ রানের সংগ্রহ জমা করে তাদের অলআউট করেছে ১৮০ রানে।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে কেবল ২৪ রান খরচায় ৬ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে নেমে খেলেন ২৩ রানের ক্যামিও ইনিংস। ২৩ জুন শ্রীলঙ্কার পরের ম্যাচের প্রতিপক্ষ ওমান। এরপর ২৫ ও ২৭ জুন খেলবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপিক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কার স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহেশ থিকথানা, চামিকা করুণারত্নে, দুশমান্থ চামিরা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা এবং দুশান হেমান্থ।