সাকিব দুই লিগের জন্য পেলেন এনওসি, লিটনের এনওসি ৬ আগস্ট পর্যন্ত

সাকিব-লিটনের যে জুটি দেখতে চায় কেকেআর
Vinkmag ad

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির আসন্ন আসর মাতানোর জন্য বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট পেলেন সাকিব আল হাসান ও লিটন দাস। মন্ট্রিয়ল টাইর্গাস সাকিবকে দলে নেয় আইকন ক্রিকেটার হিসেবে। লিটনের ঠিকানা নতুন দল সারে জাগুয়ার্সে। এলপিএলের জন্যও এনওসি পেলেন সাকিব।

গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের ড্রাফট থেকে মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার) সাকিব আল হাসানকে দলে টানে মন্ট্রিয়ল টাইগার্স ফ্র‍্যাঞ্চাইজি। আর লিটন দাসকে কিনে নেয় সারে জাগুয়ার্স ফ্র‍্যাঞ্চাইজি।

সাকিব, লিটনের এনওসি ইস্যুতে গণমাধ্যমের সামনে বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস,

‘সাকিব এনওসি নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টির খেলার জন্য। সাকিব ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত নিয়েছে। লিটনও নিয়েছে। সে ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদেরকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে।’ 

‘সাকিব এরপর এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পাররে। যদি আমরা মনে করি তাহলে আগেই চলে আসবে। এভাবে অনাপত্তিপত্র নিয়েছে।’

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় মৌসুম। ফাইনাল হবে ৬ আগস্ট। কানাডার ব্রাম্পটন স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। মোট ৬ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে ১৮ দিনের এই আসরে ম্যাচ হবে ২৫ টি।

এলপিএলের আসন্ন ৪র্থ সংস্করণ ৩০শে জুলাই থেকে ২০শে আগস্ট, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সাকিব খেলবেন গল টাইটান্সের হয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিজয়কে না ডাকার ব্যাখ্যা দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক

Read Next

ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য-নাইম, নেতৃত্বে সাইফ

Total
0
Share