

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখকে ডাকা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে। তবে ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের জন্য আসেনি সুযোগ। নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক ব্যাখ্যা দিলেন, কেন ডাক পাননি বিজয়।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আলোচনায় আসেন নাইম শেখ, এনামুল হক বিজয়। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের ওয়ানডে দলে বড় চমক নাইমের ফেরা। নির্বাচক আবদুর রাজ্জাক আজ মিরপুরে কথা বলেছেন গণমাধ্যমের সামনে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় মোহাম্মদ নাইম ফিরলেও কেন সুযোগ পাননি এনামুল হক বিজয়।
গত ডিপিএলে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরেন বিজয়। সর্বোচ্চ ১১৩৮ রান। যা দুয়ার খুলে দিয়েছে এ ডানহাতিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পাচ্ছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। এবারের আসরে আগে বাদ পড়েন দল থেকে। ডিপিএলে ফিরতেই আবারও রান ফোয়ারা দেখা যায় বিজয়ের ব্যাটে। তবুও বিজয় ডাক পাননি হোম সিরিজের দলে।
ওপেনার এনামুল হক বিজয়ের ডাক না পাওয়ার প্রসঙ্গে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন,
‘বিজয় ভালো খেলেছে। টিম কম্বিনেশনে হচ্ছে না। কোনো দ্বিধা নেই সে ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। তবে হুট করে দল ব্রেক করে দেওয়া কঠিন। সামনে প্রচুর খেলা আছে। বিজয় হিসাবের বাইরে চলে যায়নি। বিজয় হিসাবের মধ্যেই আছে।’
রাজ্জাক আরও জানান, এশিয়া কাপের জন্য চূড়ান্ত দলই বিশ্বকাপে খেলতে যাবে,
‘একদিক থেকে ঠিক। তবে এটা প্রেসিডেন্টের চেয়ে মিডিয়া থেকে বেশি দেখেছি। প্রায় একই হয় তবে কিছু ব্যাপার তো ওপেন রাখাই লাগে। পারফরম্যান্স, সুস্থতা, ইঞ্জুরির ব্যাপার আছে। সেক্ষেত্রে কিছু চেঞ্জ আসতেই পারে। যদি দেখা যায় সুন্দরভাবে সেট তাহলে তো… তবে এটা অফিসিয়ালি বলা খুবই কঠিন।’