

জাভেদ মিয়াঁদাদ ভারতের আচরণে তার হতাশা প্রকাশ করেছেন। মিয়াঁদাদ চান না পাকিস্তান বিশ্বকাপের জন্য ভারত সফর করুক, বলেছেন ভারতের আগে আসা উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেছেন মিয়াঁদাদ। ‘পাকিস্তানের ক্রিকেট অনেক উন্নত; ভারত জাহান্নামে যেতে পারে…’: এশিয়া কাপ নিয়ে বিসিসিআইকে জাভেদ মিয়াঁদাদের আক্রমণ।
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ চান পাকিস্তান বিশ্বকাপে ভারত সফর বয়কট করুক। মিয়াঁদাদ পরামর্শ দিয়েছেন পাকিস্তানকে, ২০২৩ বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ না করে তাদের প্রতিদান দেওয়া উচিত।
তার মতে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভারতের চেয়ে উন্নত।
‘পাকিস্তানের ক্রিকেট ভারতের চেয়ে ভালো। ভারত যদি এখানে আসতে না চায় তাহলে নরকে যেতে পারে। পাকিস্তানের উচিত বিশ্বকাপের জন্য ভারতে যেতে অস্বীকার করা।’
‘আমরা তাদের চেয়ে ভালো। আমাদের ক্রিকেট তাদের থেকে ভালো। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ ও জায়গা আছে। আমরা এমন প্রতিভা তৈরি করছি যারা সারা বিশ্বে তাদের নাম তৈরি করছে।’
নরেন্দ্র মোদিরও সমালোচনা করে মিয়াঁদাদ বলেছেন,
‘ভারতের আচরণ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, নরেন্দ্র মোদির। এমন দিন আসবে যখন তাদের নিজের লোকেরা তাকে মারবে কারণ তিনি অন্য দিকে যাচ্ছেন। আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না।’
মিয়াঁদাদের মতে, খেলাধুলা এমন একটি জিনিস যা মানুষকে একত্রিত করে। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে ব্যবহৃত হয়।