জাকির-জয়ের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ, দিলেন ভবিষ্যৎবাণী

শান্ত-জাকিরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস বাংলাদেশ 'এ' দলের
Vinkmag ad

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তামিম ইকবাল না থাকায় উদ্বোধনী জুটির দায়িত্ব পান জাকির-জয়। নিশ্চিতভাবেই এই দুই তরুণ ব্যাটারের কাঁধে ছিল বড় দায়িত্ব। যা দারুণভাবে সামলেও নিয়েছেন। প্রথম ইনিংসে জয়, পরের ইনিংসে জাকির দারুণ পারফরম্যান্স করে এগিয়েছেন দলের সংগ্রহ। টেস্ট শেষের পরদিন জাকির-জয়ের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি দেখছেন, জাকির-জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ।

টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার জাকির হাসান। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে জাকির এমন কীর্তি গড়েন গতবছর। তিনি এখন হয়েছেন আরও পরিণত, চোয়ালবদ্ধ দৃঢ়তায় সামলান পরিস্থিতি। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে জাকির খেলেন ৭১ রানের ইনিংস।

জাকিরের ব্যাটের নান্দনিকতা ছড়িয়েছে মুগ্ধতা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এই তরুণ ব্যাটারকে প্রশংসায় ভাসাতে ভুল করলেন না,

‘আমি সত্যিই খুব অভিভূত। আমি প্রথমবার জাকিরকে ব্যাটিং করতে দেখলাম। ভারতের বিপক্ষে ম্যাচের পর সে চোট পেয়েছিল। তার টেস্ট ক্যারিয়ারের সত্যিই খুব ভাল একটা শুরু হয়েছে। প্রথমবার তাকে ব্যাট করতে দেখলাম এবং যা দেখেছি তাতে আমি মুগ্ধ। সে পেস এবং স্পিন- দুই ধরণের বলের বিপক্ষেই ভালো। কোনো ওপেনার পেস-স্পিন দুটোই সমান ভালো খেলে এমন আপনি কমই দেখে থাকবেন।’

আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্টে ওপেনার মাহমুদুল হাসান জয় দেখিয়েছেন টেম্পারমেন্ট। পারফেক্ট টেস্ট ব্যাটিংয়ে প্রথম ইনিংসে খেলেন ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস। জয়ের সঙ্গে স্বস্তির শতরান পাওয়া মুমিনুল হকের পারফরম্যান্সেও খুশি হাথুরুসিংহে,

‘জয় ভালো টেম্পারমেন্ট দেখিয়েছে। তার রেকর্ডও এটি বলে যে সে যখন ভালো সূচনা পায় তখন ইনিংস লম্বা করতে পারে। এছাড়া মুমিনুলের পারফরম্যান্স নিয়েও আনন্দিত।’

জাকির-জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন হেড কোচ। বললেন, দীর্ঘ সময় তারা থাকবে টেস্ট দলে। এই দুই তরুণ ব্যাটারের প্রশংসা করতে হাথুরুসিংহে সামনে আনলেন তাদের দুর্দান্ত পরিসংখ্যান।

হেড কোচ হাথুরুসিংহের মতে, ‘নিশ্চিতভাবে জাকির আর জয় লম্বা সময়ের জন্য থাকবে। যদি জাকিরের রেকর্ড দেখেন, সে তিন টেস্টে দুই সেঞ্চুরি করেছে। জয়ের নয় টেস্টের মধ্যে একটা অ্যাওয়ে সেঞ্চুরি আছে, একটা বড় ফিফটি আছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

নাইমের ফেরা, বিজয়ের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন হাথুরুসিংহে

Read Next

কোহলির অর্থ-সম্পদের পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে!

Total
0
Share