নাইমের ফেরা, বিজয়ের সুযোগ না পাওয়ার ব্যাখ্যা দিলেন হাথুরুসিংহে

আমরা সবাই রান চাই: হাথুরুসিংহে
Vinkmag ad

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখকে ডাকা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে। তবে ২য় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের জন্য আসেনি সুযোগ। হেড কোচ হাথুরুসিংহের মুখ থেকেই শোনা গেল, কেন ডাক পাননি বিজয়। ঠিক কি কারণে নাইম শেখ ঢুকলেন দলে।

ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আলোচনায় আসেন নাইম শেখ, এনামুল হক বিজয়। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের ওয়ানডে দলে বড় চমক নাইমের ফেরা। আর তাতেই জায়গা হারিয়েছেন মাত্র এক ওয়ানডে খেলা রনি তালুকদার। নিজের প্রথম ওয়ানডেটা রাঙাতে না পারা রনি এই ফরম্যাটে আপাতত নেই হেড কোচের বিবেচনায়।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ মিরপুরে কথা বলেছেন গণমাধ্যমের সামনে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় মোহাম্মদ নাইম ফিরলেও কেন সুযোগ পাননি এনামুল হক বিজয়।

রনি আউট আর নাইমের যুক্ত হওয়ার কারণ?

‘নাঈম শেখ আমাদের ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। টি-টোয়েন্টিতে তার (রনি) জন্য সুযোগ আছে রান করার ও সে কী করতে পারে তা দেখানোর। যদি নাইম আফগানিস্তান সিরিজের কোনো ম্যাচে সুযোগ পায় আমার জন্য এটা তাকে দেখার সুযোগ।’

গত ডিপিএলে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরেন বিজয়। সর্বোচ্চ ১১৩৮ রান। যা দুয়ার খুলে দিয়েছিল এ ডানহাতিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পান ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। এবারের আসরে আগে বাদ পড়েন দল থেকে। ডিপিএলে ফিরতেই আবারও রান ফোয়ারা দেখা যায় বিজয়ের ব্যাটে। হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

তবুও এনামুল বিজয় ডাক পাননি আফগানদের বিরুদ্ধে হোম সিরিজের দলে। ওপেনার এনামুল হক বিজয়ের ডাক না পাওয়ার প্রসঙ্গে হেড কোচ বলেন,

‘গত বছরও ভালো করেছে সে। এবারও ভালো খেলেছে। কিন্তু খেলতে পারেন মাত্র এগারোজন খেলোয়াড়।’

নাইম শেখ ছাড়াও আবাহনীর হয়ে ডিপিএলে পারফর্ম করা আফিফ হোসেন ধ্রুব জায়গা ফিরে পেয়েছেন স্কোয়াডে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। 

এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। 

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।

৯৭ প্রতিবেদক

Read Previous

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে আফিফ-এবাদত

Read Next

জাকির-জয়ের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ, দিলেন ভবিষ্যৎবাণী

Total
0
Share