

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। তার প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায়।
আগামী মাসে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে পাকিস্তান দলের সঙ্গে সফর করবেন প্রোটিয়া তারকা মরনে মরকেল। নিউজিল্যান্ড সিরিজের আগেই পিসিবি মরকেলের নিয়োগ নিশ্চিত করেছিল পিসিবি কিন্তু আইপিএলে কোচিং প্রতিশ্রুতির কারণে সেসময় যোগ দিতে পারেননি।
ফলে নিউজিল্যান্ড সফরে উমর গুল অস্থায়ী ভিত্তিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। আইপিএল ২০২৩-এ লখনৌ সুপারজায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা মরনে মরকেল এখন মনযোগী হচ্ছেন পাকিস্তান দল নিয়ে।
১১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে, মরকেল ৮৬ টেস্টে ৩০৯ উইকেট, ১১৭ ওয়ানডেতে ১৮৮ উইকেট এবং ৪৪ টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট নিয়েছেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল লাহোরে বিশ্ব একাদশের হয়ে সেপ্টেম্বর ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নামিবিয়ার কোচিং প্যানেলের অংশ ছিলেন এবং সম্প্রতি এসএ২০ লিগের উদ্বোধনী সংস্করণে ডারবান সুপার জায়ান্টসকে কোচিং করিয়েছেন। তাছাড়া, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও তিনি নিউজিল্যান্ড নারী দলের সাথে যুক্ত ছিলেন।
পাকিস্তান টেস্ট স্কোয়াড আগামী ৩ জুলাই করাচিতে তাদের প্রি-সিরিজ ক্যাম্পের জন্য জড়ো হবে এবং ৯ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি এবং শান মাসুদ।