

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টেস্টে আনকোরা দল নিয়ে এলেও ওয়ানডেতে শক্ত স্কোয়াডই পাচ্ছে আফগানরা।
হাশমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ঘোষণা করা দলে আছেন মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকীরা।
🚨 SQUAD ALERT 🚨
Here’s Afghanistan Squad for the Bangladesh ODIs, scheduled for July 5-11 in Chattogram. The Squad also features backup reserves for Afghanistan’s Future ODI Assignments & the ICC CWC 2023. #AfghanAtalan | #BANvAFG2023 | #XBull pic.twitter.com/p7FEAb89ds
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 18, 2023
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল হক নাভিদ, আব্দুল রহমান, বাফাদার মোমান্দ, সালিম সাফি, সৈয়দ আহমেদ শিরজাদ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি- (ওয়ানডে ও টি-টোয়েন্টি)
১ম ওয়ানডে- ৫ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
২য় ওয়ানডে- ৮ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
৩য় ওয়ানডে- ১১ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, দুপুর ২টায়
১ম টি-টোয়েন্টি- ১৪ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা
২য় টি-টোয়েন্টি- ১৬ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৬টা।