

শনিবার (১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের টাইগাররা হারিয়েছে ৫৪৬ রানের বড় ব্যবধানে। এই জয়ের উদযাপন শেষ হতে না হতেই ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) সর্বোচ্চ রান করা মোহাম্মদ নাইম শেখ ফিরেছেন স্কোয়াডে।
এছাড়া আবাহনীর হয়ে ডিপিএলে পারফর্ম করা আফিফ হোসেন ধ্রুব জায়গা ফিরে পেয়েছেন স্কোয়াডে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।