

হাশমতউল্লাহ শহীদির রিটায়ার্ড হার্টে কপাল খুলল মিডল অর্ডার ব্যাটার বাহির শাহ মেহবুবের। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য অভিষেক হয় এই তরুণ ব্যাটারের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় চোখে পড়ার মতো, আছে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর অনবদ্য এক রেকর্ড!
বাহির শাহকে তার প্রথম টেস্ট ক্যাপ দেওয়া হয়েছে। তিনি অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির কনকশন বিকল্প হিসাবে সেরা একাদশে জায়গা পেয়েছেন। এই টেস্টে আর দেখা যাচ্ছে না শহীদিকে।
এখন পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বাহির শাহ’র সংগ্রহে ৬৫.২০ গড়ে ২ হাজার ৮০৪ রান। ৯ সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন ১১ ফিফটি। হার-না-মানা ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও আছে তার নামের পাশে। এছাড়া লিস্ট এ ম্যাচ খেলেন ২৩ টি, টি-টোয়েন্টিতে নামেন ৮ ম্যাচে।
গতকাল শেষ বিকেলে তাসকিন আহমেদের বাউন্সারের আ’ঘাতে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি মাঠ ছাড়েন। চোট গুরুতর হওয়ায় তাকে আর ব্যাট করানোর ঝুঁকি নেয়নি আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তান ইনিংসের ৬ষ্ঠ ওভারের তৃতীয় বল করতে আসলেন তাসকিন আহমেদ। নিচু হয়ে আসা এক বাউন্সারে হেলমেটের পেছনে মাথার নিচের অংশে আ’ঘাত পান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। লুটিয়ে পড়েন মাঠে, দ্রুতই আসেন আফগান দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা শেষেও খেলার জন্য নিজেকে ফিট অনুভব করেননি হাশমতউল্লাহ।
চোট গুরুতর হওয়ায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি শহীদির। রিটায়ার্ড হার্ট হয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান সাজঘরে। তার জায়গায় নতুন ব্যাটার হিসেবে নামেন নাসির জামাল। আজ কনকশন সাব হিসেবে তার নাম একাদশে যোগ করে আফগান ক্রিকেট।