১২ বছর বয়সী হোয়াইটহাউসের ডাবল হ্যাটট্রিক!

oliver whitehouse
Vinkmag ad

আপনি শুধুমাত্র হ্যাট্রিক করেছেন মানেই তা বিশাল কিছু। সেখানে ডাবল হ্যাট্রিকের কথা কি কখনো ভেবেছেন? ভেবে না থাকলেও তা ঘটেছে। এই কীর্তির মালিক ১২ বছর বয়সী অলিভার হোয়াইটহাউস। ইংল্যান্ডের এক প্রাচীন ক্রিকেট ক্লাবে তিনি যুক্ত আছেন। আরেক ক্লাব কুকহিলের বিপক্ষে এক ওভারেই ৬ উইকেট নিয়েছেন ক্ষুদে এই বালক।

ঘটনাটা ইংল্যান্ডের দুই ক্রিকেট ক্লাবের খেলায়। ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাব বনাম কুকহিল ক্রিকেট ক্লাব। ম্যাচটি ছিল ক্লাবের জুনিয়রদের অংশগ্রহণে। সবাই ১১-১২ বছরের বালক। ১১-১২ বছরের হিসাবটা শুধু বয়সে। তাদের উদ্দেশ্য তো ক্রিকেট। ক্রিকেট খেলতেই ক্লাবে ভর্তি হওয়া। ক্লাবগুলো সাধারণত একে অপরের সাথে বিভিন্ন ম্যাচ আয়োজন করে থাকে। এটিও ছিল সেরকম একটি ম্যাচ।

অলিভার হোয়াইটহাউস। ব্রমসগ্রোভের হয়ে নিজের প্রথম ওভারটা করতে এসে ৬ বলে ৬ উইকেট ফেলে দেন প্রতিপক্ষের। কুকহিলের ব্যাটাররা শুধু আউট হন না, প্রত্যেকেই বোল্ড আউট হয়ে ফেরেন। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরো ২ উইকেট নেন তিনি। কোনোরকম রান খরচ তাতে হয়নি। অলিভারের বোলিং ফিগারটা ছিল এরকম: ২-২-৮-০! কি অবিশ্বাস্য!

ব্রমসগ্রোভ প্রথম দলীয় অধিনায়ক ছিলেন জেডেন লেভিট। তিনি এ প্রসঙ্গে বলেন,

‘ওর এই সাফল্য কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। ওভারে ডাবল হ্যাটট্রিক! অবিশ্বাস্য কীর্তি। ও হয়তো নিজেও উপলব্ধি করতে পারছে না। হয়তো আরও বড় হলে বুঝতে পারবে, কত বড় সাফল্য এটা।’

এই মাসের শুরুতে অলিভার এই কীর্তি গড়েছেন। টুইটার থেকে শুরু করে নানা জায়গায় ক্রিকেটপ্রেমীদের প্রতিক্রিয়া দেখা গেছে। প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে তাকে নিয়ে করা টুইট। সবাই অলিভারকে শুভেচ্ছা জানিয়েছে, ভবিষ্যতের জন্য জানিয়েছে শুভকামনা।

জানিয়ে রাখা উচিত যে, ক্রিকেটের সাথে তার পরিবারের সম্পর্ক না থাকলেও টেনিসের সাথে সম্পর্ক গভীর। তার নানু ছিলেন ১৯৬৯ এর উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন, অ্যান জোনস। ক্রীড়াবিদের পরিবার থেকে উঠে আসা অলিভার হোয়াইটহাউসের ভবিষ্যত ঠাওরানো খুব কঠিন কিছু না। যদি সে ধরে রাখতে পারে নিজেকে এবং ক্রিকেটকে।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ সফরে আসছে স্মৃতি মান্দানা, হারমানপ্রীতরা

Read Next

অ্যাশেজের প্রথম দিন: আদ্যোপান্তে শুধুই ইংল্যান্ড!

Total
0
Share