

ভারতীয় নারী দলের আসন্ন বাংলাদেশ সফরের সফরসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে স্মৃতি মান্দানা, হারমানপ্রীতরা।
জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দুপুর ২টায় শুরু হবে ২০ ওভারের ম্যাচ, ওয়ানডে শুরুর সময় সকাল সাড়ে ৯টা।
ওয়ানডে সিরিজটি ২০২২-২০২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণের জন্য এই চক্রে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আইসিসির প্রকাশিত নারীদের ফিউচার ট্যুর প্ল্যান ২০২২-২০২৫-এর প্রথম সিরিজ, যা বাংলাদেশ আয়োজন করছে।
১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ নারী দল শেষবার এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টি-টোয়েন্টি সিরিজ ৯, ১১ এবং ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ১৬, ১৯ এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে।
ভারতীয় নারী দলের বাংলাদেশ সময়সূচি-
৯ জুলাই- ১ম টি-টোয়েন্টি, দুপুর ২টা, মিরপুর
১১ জুলাই- ২য় টি-টোয়েন্টি, দুপুর ২টা, মিরপুর
১৩ জুলাই- ৩য় টি-টোয়েন্টি, দুপুর ২টা, মিরপুর
১৬ জুলাই- ১ম ওয়ানডে, সকাল ৯ঃ৩০, মিরপুর
১৯ জুলাই- ২য় ওয়ানডে, সকাল ৯ঃ৩০, মিরপুর
২২ জুলাই- ৩য় ওয়ানডে, সকাল ৯ঃ৩০, মিরপুর