

বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তান এবার পড়ল মহাবিপদে। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ছাড়লেন মাঠ।
আফগানিস্তান ইনিংসের ৬ষ্ঠ ওভারের তৃতীয় বল করতে আসলেন তাসকিন আহমেদ। নিচু হয়ে আসা এক বাউন্সারে হেলমেটের পেছনে মাথার নিচের অংশে আঘাত পান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। লুটিয়ে পড়েন মাঠে, দ্রুতই আসেন আফগান দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসা শেষেও খেলার জন্য নিজেকে ফিট অনুভব করেননি হাশমতউল্লাহ।
চোট গুরুতর হওয়ায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি শহীদির। রিটায়ার্ড হার্ট হয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান সাজঘরে। তার জায়গায় নতুন ব্যাটার হিসেবে নামেন নাসির জামাল।
পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষকে ৬৬২ রানের টার্গেট ছুড়ে দিল কোনো দিল। ২৩৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান তুলে। আর তাতেই আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৬৬২ রানের পাহাড়সম টার্গেট। যা টপকাতে হলে আফগানিস্তানকে ভাঙতে হবে একাধিক রেকর্ড, যা প্রায় অসম্ভবও।
কিন্তু শুরুতেই যেন পথ হারিয়ে ফেলল সফরকারীরা। ৬৬২ রানের রেকর্ড টার্গেট টপকাতে নেমে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন ওপেনার ইব্রাহিম জাদরান। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারি আঘাত করে জাদরানের প্যাডে, সঙ্গে সঙ্গেই আঙুল উঁচিয়ে আউট দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইব্রাহিম।
২০০৪ সালের পর শরিফুল বাংলাদেশের দ্বিতীয় বোলার ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারের লিস্টে। আগের সেই রেকর্ড ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ভারতের বিপক্ষে সেই টেস্টে মাশরাফির ড্রিম ডেলিভারিতে স্টাম্প হারান ওয়াসিম জাফর। এবার মিরপুরে ১৯ বছরের পুরানো স্মৃতি ফিরিয়ে আনলেন শরিফুল।
পরের ওভারেই দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। তাসকিন আহমেদের পেস তান্ডবে আবদুল মালিকের ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটকিপার লিটনের হাতে। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যস্ত আফগানিস্তান।