সেঞ্চুরি, ফিফটির খুব কাছে মুমিনুল-লিটন, বেড়েই চলছে লিড

IMG 20230616 WA0000
Vinkmag ad

নাজমুল হোসেন শান্ত’র রেকর্ড গড়া সেঞ্চুরির পর পুরো সেশন দাপট দেখালেন মুমিনুল হক ও অধিনায়ক লিটন দাস। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে চা বিরতিতে গেলেন মুমিনুল। লিটন দাসও আছেন ফিফটির খুব কাছে। বাংলাদেশের লিড ৬১৪ রানের।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের ২য় সেশনও নিজদের নিয়ন্ত্রণেই শেষ করল বাংলাদেশ। এই সেশনে ২২ ওভার খেলে কেবল শান্ত, মুশফিকের উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করল ১২৩ রান। চা বিরতিত আগ পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়ালো ৬১৪। স্কোরবোর্ডে অবস্থা ৩৭৮/৪।

মুমিনুল হক অপরাজিত আছেন ৯৫ রানে। অধিনায়ক লিটন দাস ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৪৭ বলে ৪৮ রান করেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

শান্তময় আরও এক সেশনে বাংলাদেশের পাহাড়সম লিড

Read Next

পাঁচ দিনের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের লিড বাংলাদেশের

Total
0
Share