

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ৩য় ও শেষ অনানুষ্ঠানিক টেস্টের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবীয়দের বিপক্ষে খেলার জন্য ডাক পেয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। সিলেটে যাচ্ছেন মুমিনুল, ইয়াসির সোহান, শরিফুল, নাসুম।
প্রথম দুই ম্যাচে দলের নেতৃত্বে থাকা আফিফ হোসেন ধ্রুবকেও বসানো হয়েছে। তবে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে নতুন করে যোগ দিলেন বেশ কয়েকজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এ-এর বিপক্ষে শেষ অনানুষ্ঠানিক টেস্টের জন্য মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শরিফুল ইসলামকে যুক্ত করা হল বাংলাদেশ ‘এ’ দলে
আফগান সিরিজের প্রস্তুতি হিসেবে অভিজ্ঞদের জায়গা দিতে শেষ টেস্টের জন্য বাদ দেওয়া হয়েছে আগের দুই ম্যাচে দলে থাকা আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মন্ডলকে।
শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে।
২য় টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৬৬ রানের। সাদমানের পর ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন ইরফান শুক্কুর। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম চারদিনের ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে ড্র।
তৃতীয় টেস্টের জন্য বাংলাদেশ ‘এ’ দল-
জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম সাকিব, মুশফিক হাসান এবং ইরফান শুক্কুর।