সাকিবকে মিস করবেন বাশার, জানালেন দল ঘোষণার সময়

সাকিবের মত হাবিবুল বাশারের স্মৃতিতেও ফিরে এলো ২০০৭
Vinkmag ad

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে অলরাউন্ডার সাকিবের অভাব থাকলেও বাধ্য হয়েই তরুণদের উপর আস্থা রাখছে বিসিবি। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। সাকিবকে মিস করবেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন। জানালেন দল ঘোষণার সময়।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। জানালেন আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্টের জন্য কেমন অবস্থায় আছে বাংলাদেশ দল। সাকিবের পারফরম্যান্স মিস করলেও তাইজুল, মিরাজের উপর রাখছেন যথেষ্ট আস্থা।

পেস বোলিং ইউনিটের প্রশংসাও শোনা গেল নির্বাচক বাশারের মুখে,

‘আমরা আসলে…যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দলটা দুইটা ডিপার্টমেন্টেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। বাট সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। সো আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’

সাকিব আল হাসান একাই কাজে আসেন একজন জেনুইন ব্যাটার ও বোলারের। হাবিবুল বাশারও সবার মতোই বুঝছেন সাকিবের অভাব থাকবে আফগান সিরিজে।

‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। এইদার আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’

আপাতত সিলেটের দিকেই নজর টিম ম্যানেজমেন্টের। চলতি মাসের শেষে অর্থাৎ ৫-৭ দিনের মধ্যেই আফগান সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি।

‘যেহেতু এ দলের খেলা চলছে আমরা ওই খেলাটাই দেখছি। আমাদের কোচ আসবেন ৩ তারিখে। তো এই মাসের শেষের দিকে দলটা হয়ে যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

জাতীয় দলের চুক্তি ছেড়ে জেসন রয় আমেরিকার লিগে

Read Next

মুমিনুল, সোহান, রাব্বিদের নিয়ে ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

Total
0
Share