তৃতীয় বারের মতো রোন্সফোর্ডের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত

images 5
Vinkmag ad

ক্যারিবীয় পেসার রোন্সফোর্ড বিটনের অ্যাকশন ক্লিয়ার, আবারও বোলিং শুরু করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে। গায়ানার এই পেসারের বোলিং অ্যাকশন ২০১৭, ২০১৯ সালের পর ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অবৈধ বলার পর বৈধ বলে প্রমাণিত হয়েছে।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হয় উইন্ডিজের পেসার রোন্সফোর্ড বিটনের বোলিং অ্যাকশন। নিজের অ্যাকশন বৈধ প্রমাণের জন্য পরীক্ষা দিতে হয় তাকে। পেসার রোন্সফোর্ড বিটন ইংল্যান্ডে একটি মূল্যায়নের পর তার অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, ফলে তাকে আবারও বোলিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রোন্সফোর্ড বিটন।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আইসিসি-স্বীকৃত পরীক্ষা কেন্দ্র লফবরো ইউনিভার্সিটির একজন মূল্যায়নকারীর দ্বারা তার অ্যাকশনকে অবৈধ বলে গণ্য করার পরে এই বছরের মার্চ মাসে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দ্বারা রোন্সফোর্ড বিটনকে বোলিং থেকে বরখাস্ত করা হয়েছিল।

অ্যাকশন শোধরে ফেলার ভিডিও ফুটেজ এই মাসের শুরুতে বিশ্লেষণের জন্য লফবরো বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। এবার সেখান থেকেই মিলল সুখবর। তৃতীয়বারের মতো বিটন সাসপেনশনের মুখোমুখি হন এবং পরবর্তীতে সন্দেহভাজন অ্যাকশনের জন্য সাফ হয়েছেন।

রোন্সফোর্ড বিটন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি ওডিআই খেলেছেন, দুটিই ডিসেম্বর ২০১৭ সালে।

৯৭ ডেস্ক

Read Previous

লর্ডস টেস্টের জন্য আয়ারল্যান্ড স্কোয়াডে এক পরিবর্তন

Read Next

মতির বিকল্প হিসেবে অভিজ্ঞ বীরসাম্মি আসলেন সিলেটে

Total
0
Share