

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেভন থমাসের বিরুদ্ধে দুর্মীতি দমন কোডের আওতায় অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শ্রীলংকা ক্রিকেট (এসএলসি), দি এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে দুর্নীতি দমন কোডের অধীন অভিযোগ আসার পর, আইসিসি আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয় থমাসকে।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ম্যাচগুলো ফিক্সিং করার চেষ্টা করা, ফিক্সিংয়ের কারসাজি করতে অন্যের সাথে চুক্তি করা, ২০২১ এর লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর ফলাফল এবং ম্যাচগুলো পরিচালনায় অন্যায় পদ্ধতি অবলম্বন করা।
লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-টেন ২০২১ এবং সিপিএল ২০২১ এ ম্যাচগুলোর সম্পূর্ণ ধারাবিবরণী সামনে না আনাসহ অনেক অভিযোগে তিনি অভিযুক্ত হন।
তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল :
এসএলসি বিধির ২.১.১ ধারা :
২০২১ এর লঙ্কা প্রিমিয়ার লীগের ম্যাচগুলোর ফলাফল এবং ম্যাচগুলো পরিচালনায় অন্যায় পদ্ধতি অবলম্বন করা। ম্যাচগুলো ফিক্সিং করার চেষ্টা করা, ফিক্সিংয়ের কারসাজি করতে অন্যের সাথে চুক্তি করা।
এসএলসি বিধি ২.৪.৪ ধারা :
অবিলম্ব না করে দুর্নীতি দমন দপ্তরে ম্যাচের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়া, লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২১ এ দুর্নীতিবাজ আচরণে জড়িত হওয়ার জন্য পাওয়া আমন্ত্রণ সম্পর্কে না জানানো
এসএলসি বিধি ২.৪.৬ ধারা :
দুর্নীতি দমন দপ্তরের আদেশেও এর অনুসন্ধানে সঠিক তথ্য, প্রমাণাদি দিয়ে সাহায্য না করা এবং সত্যতা যাচাই করতে অস্বীকার করা।
এসএলসি বিধি ২.৪.৭ ধারা :
দুর্নীতি দমন দপ্তরের দুর্নীতি মামলা অনুসন্ধানে বাধা দেওয়া এবং দেরি করানো, অনুসন্ধানের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য, প্রমাণ সরিয়ে ফেলা এবং ধ্বংস করার চেষ্টা করা।
ইসিবি বিধি ২.৪.৪ ধারা :
অবিলম্ব না করে দুর্নীতি দমন দপ্তরে ম্যাচের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়া, আবু ধাবি টি-টেন লীগ ২০২১ এ দুর্নীতিবাজ আচরণে জড়িত হওয়ার জন্য পাওয়া আমন্ত্রণ সম্পর্কে না জানানো।
সিপিএল বিধি ২.৪.৪ ধারা :
অবিলম্ব না করে দুর্নীতি দমন দপ্তরে ম্যাচের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়া, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ এ দুর্নীতিবাজ আচরণে জড়িত হওয়ার জন্য পাওয়া আমন্ত্রণ সম্পর্কে না জানানো
সিপিএল বিধি ২.৪.২ ধারা :
নিয়মের বাইরে যেয়ে যেকোনো উপহার, টাকা, আতিথিয়েতা, সুযোগ সুবিধা গ্রহণ করে দুর্নীতি মদন দপ্তরে সেটা না জানানো যদিও সে জানতো এতে সিপিএল বিধি লঙ্ঘন করা হয় এবং এটি একজন খেলোয়াড়ের জন্য অসম্মানজনক।
ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার শেষ ২০২২ ডিসেম্বরে খেলেছিলেন যখন অস্ট্রেলিয়ার এডিলেডে তার অভিষেক হয়। সবমিলিয়ে সে ২১টা একদিনে ম্যাচ, ১২টি টি টোয়েন্টি এবং একটি মাত্র টেস্ট খেলেছে।
২৩ মে ২০২৩ এর পর ১৪ দিনের মধ্যে থমাসকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব জানাতে হবে।