নারী ডিপিএলের ৯ দলে মোট ১০৩ ক্রিকেটার

পর্দা উঠল নারীদের বিসিএলের, সালমা-দিশাদের প্রথম
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লিগ ২০২২-২৩ মৌসুমের জন্য খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। মোট ১০৩ নারী ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৮ জন বিকেএসপির।

নারীদের ডিপিএলে অংশ নিচ্ছে মোট ৯ দল। আর এই নয় দলের হয়ে মাঠ মাতাবে ১০৩ নারী ক্রিকেটার। এর আগে সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৫ মে থেকে শুরু হতে যাচ্ছে এবারের আসর। প্রথম পর্যায়ের খেলা চলবে ৩১ মে পর্যন্ত।

অংশগ্রহণকারী দলগুলো হল- বিকেএসপি, আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, গুলশান ইয়ুথ ক্লাব, সিটি ক্লাব, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও খেলাঘর সমাজ কল্যাণ।

সর্বোচ্চ ১৮ জন বিকেএসপির, কলাবাগান ক্রীড়া চক্রের ১৪ জন। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের খেলোয়াড় সংখ্যা ১৫, এই দলের অন্যতম তারকা ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জ্যোতি, সাথিরা জাকির জেসি, নাহিদা আক্তার। শারমনি, রুমানা সালমাদের নিয়ে অভিজ্ঞ দল গড়েছে মোহামেডান। আবাহনীর স্কোয়াডে আছেন জাহানারা আলমের মতো অভিজ্ঞ অলরাউন্ডার, সঙ্গে শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন।

ঢাকার তিন মাঠে অনুষ্ঠিত হবে এবারের নারী ডিপিএল। বিকেএসপির ১ ও ৩ নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ। 

৯৭ প্রতিবেদক

Read Previous

দেশের সেরা সব তরুণদের নিয়ে শুরু হচ্ছে এইচপি ক্যাম্প

Read Next

বিশ্বকাপ বাছাইপর্বের ওয়ার্ম-আপ ফিক্সচার ঘোষণা, দুই দিনে ১০ ম্যাচ

Total
0
Share