দেশের সেরা সব তরুণদের নিয়ে শুরু হচ্ছে এইচপি ক্যাম্প

প্রায় দুই মাসের এইচপি ক্যাম্প, অথচ নেই কোনো স্পিন কোচ
Vinkmag ad

২০২৩ সালের বিসিবি হাই পারফরম্যান্সের (এইচপি) ট্রেনিং ক্যাম্পের প্রথম পর্ব আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নাবিল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়’রা এইচপির অন্যতম মুখ।

শারীরিক স্ক্রীনিং এবং ফিটনেস পরীক্ষা সহ ক্যাম্পের প্রথম পর্বটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ২৪-৩১ মে ঢাকায় শুরু হবে ক্যাম্প, এরপর রাজশাহীতে ১-৮ জুন এবং তারপরে বগুড়ায় ৯-২৬ জুন পর্যন্ত হবে স্কিল ট্রেনিং।

২০২৩ সালের জুলাইয়ে এইচপি স্কোয়াড শ্রীলঙ্কায় এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপে অংশগ্রহণ করবে। ইমার্জিং এশিয়া কাপের জন্য প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের।

বারমুডার প্রাক্তন তারকা ডেভিড হেম্পকে এইচপি প্রধান ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ৫২ বছর বয়সী হেম্প গ্ল্যামরগান, ফ্রি স্টেট এবং ওয়ারউইকশায়ারের ব্যাটসম্যান হিসাবে প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুর্দান্ত ছিলেন। এবং বারমুডার হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন।

তিনি ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। হেম্প বিসিবির সাথে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছেন, যা ২০২৫ সালের জুনে শেষ হবে। এছাড়া বিসিবি ডাঃ ডেভিড স্কটকে নিযুক্ত করেছে। যিনি এইচপি স্কোয়াডের স্পোর্টস সাইকোলজিস্ট হিসাবে কাজ করবেন। স্কট খেলাধুলায় কর্মক্ষমতা বৃদ্ধির একজন বিশেষজ্ঞ।

এইচপি স্কোয়াড-

ব্যাটসম্যান: তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আবদুল্লাহ আল মামুন।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেস বোলার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুসফিক হাসান, রিপন মন্ডল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আসাদুল্লাহ হিল গালিব।

উইকেটরক্ষক: আকবর আলি, প্রীতম কুমার।

এইচপির কোচিং স্টাফ:

ডেভিড হেম্প (প্রধান ও ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (সহকারী বোলিং কোচ), গোলাম মর্তুজা (ফিল্ডিং ও উইকেটকিপিং কোচ), তুষার কান্তি হাওলাদার (ট্রেইনার), খাদেমুল ইসলাম শাওন (ফিজিও কো-অর্ডিনেটর), নাসির আহমেদ নাসু (অ্যানালিস্ট), ডাঃ ডেভিড স্কট (স্পোর্টস সাইকোলজিস্ট), খায়রুল ইসলাম (ফিজিও)।

৯৭ প্রতিবেদক

Read Previous

ফাইনালের জন্য দুই দলে ভাগ হয়ে লন্ডনে যাবে ভারত

Read Next

নারী ডিপিএলের ৯ দলে মোট ১০৩ ক্রিকেটার

Total
0
Share