

লন্ডনগামী ভারতীয় দলের প্রথম গ্রুপ আজ যাত্রা করবে। সহযোগিতার দায়িত্বে থাকা বিভিন্ন কর্মী, কোচ রাহুল দ্রাবিড়সহ প্রথম গ্রুপের ২০ জন সদস্য মঙ্গলবার ভোরে রওনা করবে। জুনের ৭-১২ জুনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পয়িনশিপ ফাইনালের জন্য পুরো দল ৩০ মে এক হবে, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।
যেহেতু টেস্ট দলের অনেক সদস্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্লে অফের জন্য ব্যস্ত সময় পার করছে, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ প্রথম গ্রুপ হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছে। রাজস্থান রয়েলসের রবিচন্দ্রন অশ্বিন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভিরাট কোহলিরা সম্ভবত ২৪ মে দলে যোগ দিতে ভারত ছাড়বে।
উমেশ যাদবের দল কোলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্লে অফে উঠতে পারনি, তবুও তিনি দলের সাথে পরে যোগ দিবেন। নেট বোলার হিসেবে আকাশ দ্বীপ, পুলকিত নারাং প্রথম গ্রুপের অংশ হয়ে লন্ডন যাবেন। অনিকেত চৌধুরী এবং এবং পৃথ্বি রাজ ইয়ারা দলে পরে যোগ দিবেন।
আইপিএলের গ্রুপ পর্ব শেষ হওয়ার পরপরই কিছু খেলোয়াড়কে ওখানে পাঠানো তাদের পরিকল্পনার অংশ ছিল। কিছু খেলোয়াড় অবশ্য বোর্ড কন্ট্রল অফ ক্রিকেট ফর ইন্ডিয়া (বিসিসিআই) এর কাছে অনুরোধ করে দলের সাথে পরে যোগ দেয়ার সময় চেয়েছে। ৩০ মে পর্যন্ত প্রতিদিনই লন্ডনের উদ্দেশ্যে আমাদের দলের খেলোয়াড়রা যেতে থাকবে।
জয়দেব উনাডকাট, যে কিনা ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) তে কাঁধের ইঞ্জুরিতে চিকিৎসারত আছেন, আশা করা যাচ্ছে তাকে ফাইনালের জন্য তাকে ফিট পাওয়া যাবে এবং ২৭ মে তিনি লন্ডনের উদ্দেশ্যে বিমান ধরবেন। মুকেশ কুমার প্রথম গ্রুপের সাথে যাবে এবং তার সতীর্থ রুতুরাজ গায়েকোয়াদ এবং সুরিয়া কুমার যাদব যারা কিনা চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্লে অফ খেলতে আইপিএলে টিকে আছেন, তাদের ম্যাচ শেষ হওয়া মাত্রই দলের সাথে যোগ দিবেন।
ইতোমধ্যে তাদের জানানো হয়েছে ফাইনালের আগে আনুষ্ঠানিক কোনো প্রস্ততি ম্যাচ হবে না তাই নিজেদের ঝালিয়ে নিতে পুরো দল পৌঁছলে নিজেরাই ম্যাচ খেলে প্রস্ততি সারবে। লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল অনুষ্ঠিত হবে।