বৃষ্টিতে বিলম্ব, আলোক স্বল্পতায় আগেই শেষ খেলা

FB IMG 1684842872739
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ২য় অনানুষ্ঠানিক টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। ৫ উইকেট হারিয়ে ৪৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৭৫ রান। চোট পেয়ে মাঠ ছাড়া সাদমান ইসলাম এখন বাংলাদেশের চিন্তার কারণ। গুরুতর কিছু না হলে প্রথম ইনিংসেই দেখা যাবে এই ওপেনারকে।

দ্বিতীয় চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড টু’য়ে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। এরপর টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জোশুয়া দা সিলভা। শুরুতেই উইকেট হারান ওপেনার জাকির হাসান। ওয়ানডে মেজাজে ব্যাট করে ১৩ বলে ১৮ করা জাকির ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি।

ক্যারিবীয় পেসারদের সামনে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইনিংসের ১১.৫ ওভারে জেয়ার ম্যাকঅ্যালিস্টারের বাউন্স এসে আঘাত করে সাদমানের বা-হাতের কনুইয়ে। ব্যথায় কাতরাতে থাকা সাদমানের পক্ষে আর ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ব্যক্তিগত ১১ রানে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন।

তিনে নামা সাইফ হাসান আউট হন ৩১ করে। ঘরোয়া লিগ ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাইম শেখ এদিন পাঁচ রান করতেই নিয়েছেন বিদায়। দ্রুত টপ অর্ডার হারানোর পর শাহাদত হোসেন দিপুকে নিয়ে পালটা লড়াই চালান অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। এই দুইয়ের ব্যাট থেকে আসে ৫০ রানের জুটি।

ওয়ানডে স্টাইলে খেলতে থাকা আফিফও ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। আকিম জর্ডানের নিচু লেন্থে আসা বলে পড়েন লেগ বিফোরের ফাঁদে। ৩৪ বলে খেলা তার ৩৭ রানের ইনিংসে সাজানো ছিল ৭ বাউন্ডারিতে। এরপর দিপুকে সঙ্গ দিতে আসেন উইকেটকিপার ব্যাটার হিসেবে ডাক পাওয়া ইরফান শুক্কুর। দিপু-ইরফানের ব্যাটে ভালোভাবেই দিনের খেলা শেষের পথে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ।

কিন্তু শেষ বিকেলে অ্যান্ডারসন ফিলিপের লাফিয়ে উঠা বল বোঝার আগেই ক্যাচ হন ইরফান শুক্কুর। তার ২১ রানের ইনিংস আসে ৩৩ বল থেকে। এরপর নাইম হাসানকে নিয়ে দিনের শেষটা করেন শাহাদত হোসেন দিপু। নাইম অপরাজিত থাকেন ১২ রানে। ৭৭ বল খেলে ফেলা দিপুর সংগ্রহে ২৮ রান।

ব্যাড লাইট ইস্যুতে নির্ধারিত ওভারের আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৭৫ রান। দিপু-নাইমের ব্যাটে নতুন দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আলাদা গ্রুপে

Read Next

ফাইনালের জন্য দুই দলে ভাগ হয়ে লন্ডনে যাবে ভারত

Total
0
Share