এলপিএলে গলের সঙ্গে চুক্তিতে সাকিব

ওপেনিংয়ের প্রশ্নে সাকিবের 'ওপেন মাইন্ডেড' উত্তর
Vinkmag ad

সাকিব আল হাসান গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর মাতাবেন। শ্রীলঙ্কান শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজরেডিও’র প্রতিবেদন বলছে, সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

বাবর আজম, ডেভিড মিলার, সাকিব আল হাসান এবং ম্যাথু ওয়েড সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ইতিমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগের টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

গল গ্ল্যাডিয়েটর্সে সাকিবের সঙ্গী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, ভানুকা রাজাপাকসে।

আজ কলম্বোতে মিডিয়া ব্রিফিংয়ের সময়, ২০২৩ এলপিএল টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা ডোদানওয়েলা বলেছেন যে টুর্নামেন্টের আগে এবং এলপিএল নিলামের সময় খেলোয়াড়দের কেনার জন্য প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলারের একটি পার্স ঠিক দেওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি মালিকরা স্থানীয় এবং আন্তর্জাতিক তারকাদের স্বাক্ষর করেছেন।

তিনি আরও প্রকাশ করেছেন যে প্রথমবারের মতো এলপিএল নিলাম ১১ই জুন অনুষ্ঠিত হতে পারে।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন ৪র্থ সংস্করণ ৩০শে জুলাই থেকে ২০শে আগস্ট, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ এই বছর, ম্যাচগুলি কলম্বো এবং ক্যান্ডিতে খেলা হবে।

টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল: গল গ্ল্যাডিয়েটরস, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স এবং ক্যান্ডি ফ্যালকনস। ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে প্রতিটি দলে।

গত এপ্রিলে, এলপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধনের আগেই বেশ কিছু তারকা খেলোয়াড়ের নাম ঘোষণা করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম ছিল ৩ জনের। সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।

৯৭ ডেস্ক

Read Previous

১০ পেরিয়ে একাদশে বিসিএসএ

Read Next

বাংলাদেশ সফরের জন্য প্রোটিয়া যুবাদের স্কোয়াড ঘোষণা

Total
0
Share