

সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী সর্বশেষ আইসিসি রিভিউ অনুষ্ঠানে টেস্টে সমন্বিত একাদশ উন্মোচিত করেছেন। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে যাওয়া ভারত, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। একাদশে ৭ জন আছে অস্ট্রেলিয়ার এবং ৪ জন ভারতের।
পরের মাসে ইংল্যান্ডের ওভালে হতে যাওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ফাইনালকে ঘিরে উত্তাপ ততই বাড়ছে। তাই উপস্থাপিকা সানজানা গানেসানের প্রশ্নের মুখে রবি শাস্ত্রীর প্রকাশিত ভারত-অস্ট্রেলিয়া সমন্বিত টেস্ট একাদশ নিয়ে আগ্রহের কমতি নেই।
দুই দলের সমন্বিত এই একাদশের নাম বলতে বেশ খানিকক্ষণ ভাবতে হয়েছে শাস্ত্রিকে যেহেতু দুই দলেই বিশ্বসেরা টেস্ট খেলুড়েরা মাঠে সমান সমানভাবে একে অপরকে টেক্কা দেয়। তবে ভারতের খেলোয়াড়দের দৌরাত্ম্য কিছুটা কম মনে হয় রবি শাস্ত্রির কাছে কেননা তার প্রকাশিত একাদশে ৭ জন আছে অস্ট্রেলিয়ার এবং ৪ জন ভারতের।
শাস্ত্রী বরাবরের মতোই রোহিত শর্মার ভক্ত তাই অধিনায়কত্বের জায়গায় প্যাট কামিন্সের আগে রোহিতকে প্রাধান্য দিচ্ছেন তিনি। তার একাদশে নেতৃত্বের ভারটা তাই রোহিত শর্মার এবং দুই উদ্বোধনী ব্যাটারের একজন হয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে সে।
শাস্ত্রি জানান, ‘আমি অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মাকে দেখতে চাই। কারণটা খুব স্পষ্ট। প্যাট কামিন্স থেকে রোহিত অনেক বেশি অভিজ্ঞ। সে বহু আগে থেকেই অধিনায়কত্বে আছে। যদি স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকত তবে এখানে কিছুটা বিতর্ক চলে আসত। যেহেতু রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের মধ্যে আনাকে একজনকে বেছে নিতে হচ্ছে, অবশ্যই রোহিত এগিয়ে থাকবে। এবং অধিনায়ক হিসেবে তার একাদশে থাকার বিষয়টা যেমন নিশ্চিত, উদ্বোধনী ব্যাটিংয়েও তার সুযোগ বেশি।’
রোহিতের সাথে কাকে দিয়ে উদ্বোধনী ব্যাটিংয়ে পাঠানো যায়; এর উত্তর বের করা সহজ ছিল না। শাস্ত্রীর মতে, অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার, উসমান খাজা এবং ভারতের আরেক উদীয়মান শুবমান গিলের মধ্যে থেকে একজনকে বাছাই করা চিন্তার বিষয়।
কেবল ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জো রুট ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উসমান খাজা থেকে বেশি রান করেছে। তাই শাস্ত্রীর মতো উদ্বোধনী ব্যাটারের জায়গাটা তার প্রাপ্য।
‘উসমান খাজা এবং শুবমান গিলের মধ্যে একজনকে বেছে নেয়া একটি অন্যতম জটিল ব্যাপার। শুভমান দিনদিন উন্নতি করছে এবং সে একজন দুর্দান্ত খেলোয়াড়। বর্তমানে তার খেলা বিবেচনায় আনলে এবং গত দুই বছরে তার উত্থানের গল্প মনে করলে গিলও উদ্বোধনী ব্যাটার হিসেবে যোগ্য।’
রিকি পন্টিংয়ের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর্দা উঠানোর আগে শাস্ত্রী বলেন ৩, ৪ নম্বর এবং ৫ নম্বরে কে ব্যাট করবে তা সহজ সিদ্ধান্ত ছিল। ১ নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেইন এবং অভিজ্ঞ জুটি বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এই গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য সবার পছন্দ।
‘টেস্টে তিন নম্বরে মার্নাস লাবুসেনের বিকল্প নেই। সে এখন ৬০ গড়ে খেলছে এবং হ্যা, তিন নম্বরের জায়গাটা তার জন্যই। কোহলি এবং স্মিথ অভিজ্ঞতা এবং টেস্টে তাদের অবদানের জন্য প্রশ্নাতীতভাবে ৪ নম্বর এবং ৫ নম্বরে জায়গা পাবে।’
শাস্ত্রী অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনেরও ভক্ত। তবে তিনি দ্বিতীয় সারির স্পিনার এবং অবশ্যই ব্যাটারের ভূমিকায় ৬ নম্বরে দেখতে চান রবীন্দ্র জাদেজাকে।
শাস্ত্রী বলেন, ‘৬ নম্বরে আমি জাদেজাকে রাখতে চাই কারণ আমি বিশ্বাস করি সে এখনকার সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্ব সেরাদের কাতারে আমার মাথায় বেন স্টোকসের নামও আছে। তবে সুস্থতার বিচারে এবং দলকে ভারসাম্যে রাখতে জাদেজা সেরা একাদশে ঢুকে পড়বে।’
‘লায়নের বিদেশের মাটিতে ভালো রেকর্ডের কারণে অশ্বিনের আগে আমি তাকে রাখতে চাই। দেশে বিদেশে সবঅজায়গাতেই লিয়ন বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া দলের ভরসার মান রাখছে। তাই জাদেজার সাথে প্রথম সারির স্পিনার হিসেবে তাকে দলে রাখা হচ্ছে।’
ফাস্ট বোলারদের জায়গা দেয়াটা সহজ ছিল। কারণ তুলনামুলকভাবে ডান হাতি ব্যাটারদের জম বাম হাতি পেসার মিচেল স্টার্ক যেকোনো সময় সফলতা এনে ম্যাচের ভাগ্য বদলে দিতে সক্ষম। তিনি বলেন, ‘কামিন্স অবশ্যই পেস বোলিং ইউনিটে তুরুপের তাস এবং তার সাথে মোহাম্মদ শামির রসায়ন বেশ ভালো জমবে। সে আইপিএলে এখন সর্বোচ্চ উইকেট শিকারি। শেষ বেলায় জশ হ্যাজলেউড, স্টার্ক এবং ক্যামেরুন গ্রিনের মধ্যে একজনকে বেছে নেয়া কঠিন ছিল। পেস বোলিংয়ে ভ্যারাইটি আনতে আমার পছন্দ মিচেল স্টার্ক।’
রবি শাস্ত্রীর চোখে সেরা সমন্বিত টেস্ট একাদশ:
রোহিত শর্মা ( অধিনায়ক ), উসমান খাজা, মার্নাস লাবুশেইন, ভিরাট কোহলি, স্টিভ স্মিথ, রবীন্দ্র জাদেজা, আ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং মোহাম্মদ শামি।