রাজা, জাকেরের চোটে ‘এ’ দলে খালেদ-ইরফান

খালেদের প্রথম '৫', ওয়েস্ট ইন্ডিজ থামল ৪০৮ এ
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে ২য় অনানুষ্ঠানিক টেস্টের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরিতে থাকা রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিকের স্থলাভিষিক্ত হলেন খালেদ আহমেদ এবং ইরফান শুক্কুর।

দলের নেতৃত্ব আফিফ হোসেন ধ্রুব’র কাঁধেই। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন বেশ কয়েকজন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড ২-এ আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এ-এর বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে খালেদ আহমেদ এবং ইরফান শুক্কুরকে যুক্ত করে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা।

পেস ইউনিট সামলানোর দায়িত্বে থাকা রেজাউর রহমান রাজা প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। অপরদিকে জাকের আলি অনিক প্রথম ম্যাচে খেলেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। কিন্তু ২য় টেস্টের আগের দিন অনুশীলনের সময় হেলমেটে বলের আঘাত লাগে এবং দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করে বাংলাদেশ এ টিমের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।

ফলে পেসার খালেদ আহমেদ এবং উইকেটরক্ষক ইরফান শুক্কুর দ্বিতীয় ম্যাচের জন্য দলে আহত দুই খেলোয়াড়ের বদলি হিসেবে ডাক পেয়েছেন।

আগামীকাল ২৩ মে থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম চারদিনের ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে ড্র।

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:

আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটকিপার), শাহাদাত হোসেন দিপু, নাইম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব এবং রিপন মন্ডল।

৯৭ প্রতিবেদক

Read Previous

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তত হ্যাজেলউড

Read Next

শাস্ত্রীর পছন্দের সেরা একাদশে অস্ট্রেলিয়ার ৭, ভারতের ৪

Total
0
Share