

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল টি টোয়েন্টি লিগে ‘বেনোনি জালমি’র প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। এই তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাবেদ আফ্রিদি।
We are proud to announce the legendary @GraemeSmith49 as the Head Coach of Benoni Zalmi. #ZalmiFamily#BenoniZalmi#T20GLpic.twitter.com/O0oReKwrPQ
— Benoni Zalmi (@BenoniZalmi) August 21, 2017
৩৬ বছর বয়সী এই আফ্রিকান ব্যাটসম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। এবারই প্রথম ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন তিনি।
কোচ হিসেবে গ্রায়েম স্মিথের নিয়োগ প্রসঙ্গে বেনোনি জালমির মালিক জাবেদ আফ্রিদি বলেন, “আমি ব্যক্তিগতভাবে তেজী নেতা তৈরি করতে উৎসাহী। আমি বিশ্বাস করি এইক্ষেত্রে গ্রায়েম স্মিথের চেয়ে ভালো কাউকে আমরা পেতে পারিনা। সে বেনোনি জালমির খেলোয়াড়দের জন্যে অনুপ্রেরণা ও নেতৃত্বের এক মডেল হবে। ”
উল্লেখ্য, সাবেক এই দক্ষিণ আফ্রিকান তার ক্যারিয়ারে ১১৭ টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৩৩ টি টোয়েন্টি ম্যাচ খেলেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের মত কোচিং ক্যারিয়ারেও সফল হবেন এই তারকা এমনটাই প্রত্যাশা জালমি’র ম্যানেজমেন্টের।