ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কেপিএলকে অনুমোদন না দিতে আইসিসিকে বিসিসিআইয়ের চিঠি
Vinkmag ad

আইসিসি ভারতীয় এক স্থানীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের অভিযোগ এনেছে। অভিযুক্ত আম্পায়ারের নাম যতীন কাশ্যপ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে আইসিসির আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য গত ১৯ মে থেকে ১৪ দিন সময় পেলেন তিনি। আইসিসির বিবৃতি অনুযায়ী, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা লঙ্গন করেন কাশ্যপ। তদন্তের স্বার্থেই আইসিসি-র দুর্নীতি দমন শাখা বিস্তারিত জানায়নি।

আইসিসি ঠিক নির্দিষ্ট করে কোন ঘটনা না জানালেও সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর বক্তব্য, ওমানে ২০২২ সালের এশিয়া কাপ বাছাইপর্বের সাথে সম্পর্কিত এক দুর্নীতি কান্ডের সঙ্গে জড়িত আম্পায়ার যতীন কাশ্যপ।

তবে যতীন কাশ্যপ আইসিসির ম্যাচ অফিসিয়াল প্যানেলের সদস্য না। তাই তিনি সেই এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্বও পাননি। কিন্তু আইসিসির তদন্তে উঠে এসেছে তার নাম।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার ক্রিকেটে দুর্নীতির ঘটনা ধরা পড়েছে। দুর্নীতি রুখতে আইসিসি সবসময় প্রস্তুত। কাজ করে যাচ্ছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতীয় দলের নতুন কিট স্পন্সর অ্যাডিডাস

Read Next

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তত হ্যাজেলউড

Total
0
Share