ভারতীয় দলের নতুন কিট স্পন্সর অ্যাডিডাস

20230522 141403
Vinkmag ad

প্রতিটা ম্যাচে কোটি টাকা খরচ করতেও রাজি অ্যাডিডাস। তাই এবছরে জুলাই থেকে ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত ৩৫০ কোটি রুপি বা ৪৫০ কোটি টাকা দেয়ার চুক্তিতে ভারতীয় ক্রিকেটের কিট স্পন্সর চুক্তিতে স্বাক্ষর করে অ্যাডিডাস।

বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২০ সাল থেকে দায়িত্ব পাওয়া ভারতীয় ক্রিকেটর পৃষ্ঠপোষক কেকেসিএলের মালিকানাধীন ‘কিলার জিন্স’ এর মেয়াদ এবছর জুনে শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তি নবায়ন না কর ৫ বছরের জন্য নতুন কিট স্পন্সর হিসেবে বিশ্বখ্যাত ব্রান্ড অ্যাডিডাস এর নাম ঘোষণা করেছে বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আজ ২২মে সোমবার বিসিসিআই সচিব জয় সাহা এক টুইট বার্তায় অ্যাডিডাসকে স্বাগত জানিয়ে লিখেন,

‘আমি অতি আ আনন্দের সাথে জানাচ্ছি যে অ্যাডিডাস ভারতীয় ক্রিকেটের কিট স্পন্সর হিসেবে বিসিসিআইয়ের সাথে পথচলা শুরু করবে। আমরা একসাথে ক্রিকেটে ভারতের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বের অন্যতম এই ব্রান্ডের সাথে নতুন ইনিং শুরু করতে উদগ্রীব। স্বাগতম অ্যাডিডাস।’

ক্রিকেটে ভারত শব্দটি থাকলে সেখানে সমানভাবে টাকার ঝনঝনানিও থাকবে। মোটা টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জুলাইতে টেস্ট চ্যাম্পয়িনশিপ ফাইনালের মধ্যে দিয়ে পাঁচ বছরের এ চুক্তির কার্যকারিতা শুরু হবে। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই অ্যাডিডাসের লোগো পরিহিত জার্সি পড়ে মাঠে নামবে ভিরাট কোহলি, রোহিত শর্মারা।

৯৭ ডেস্ক

Read Previous

আইসিসির স্বীকৃতি স্মারক ক্যাপ হাতে মিরপুরে মিরাজ

Read Next

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Total
0
Share