আইসিসির স্বীকৃতি স্মারক ক্যাপ হাতে মিরপুরে মিরাজ

FB IMG 1684753431341
Vinkmag ad

মিরপুর হোম অব ক্রিকেটে আইসিসি ওয়ানডে টিম অব দ্য ইয়ারের ক্যাপ হাতে মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবি আপলোড করেন মিরাজ।

২০২২ সালে ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। 

‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার ২০২২’ লেখা সমন্বিত সেই ক্যাপ আগেই এসে পৌঁছায় মিরাজের হাতে। আজ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজের স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়ে আসেন মিরাজ।

২০২২ সালে ১৫টি ওয়ানডে খেলে একটি করে সেঞ্চুরি আর ফিফটির সাহায্যে ৬৬ গড়ে ৩৩০ রান করেন মিরাজ। বল হাতে মিরাজ শিকার করেন মোট ২৪ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে ৪ উইকেট। ব্যাটে-বলে নৈপুণ্য দেখানোর ফলও পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল ২০২৩ প্লে-অফ: কারা, কবে, কোথায় নামছে লড়াইয়ে

Read Next

ভারতীয় দলের নতুন কিট স্পন্সর অ্যাডিডাস

Total
0
Share