

ধীরে ধীরে শেষের পথে ১৬তম আইপিএল আসর। এবার শুরু হতে চলেছে প্লে-অফ রাউন্ড। ১০ দলের লড়াই শেষে প্লে-অফের টিকিট পেল চার দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়াই হবে শীর্ষ দুই দল; গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। এরপর এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস।
চলতি আইপিএলে গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচে খেলছে দশ ফ্র্যাঞ্চাইজি। গতকাল ২১ মে হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এক দিনের বিশ্রাম। আগামীকাল ২৩ তারিখ থেকে শুরু হবে প্লে-অফ।
???????????? ???????????????? ???????????????????? ???????????????? ???????????????? ????
A round of applause for the ???? four teams who have made it to the #TATAIPL 2023 Playoffs ???????????????? pic.twitter.com/Lc5l19t4eE
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। ১৪টির মধ্যে তারা ১০টি ম্যাচেই জয়লাভ করেছে। গুজরাট ২০ পয়েন্ট নিয়ে আপাতত সবার উপরে। চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে দুই ও তিন নম্বরে। গত রাতে ব্যাঙ্গালোরের হারে চতুর্থ দল হিসাবে প্লে-অফে জায়গা করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এই ম্যাচ যে জিতবে, তারাই সরাসরি চলে যাবে ফাইনালে।
আইপিএল ২০২৩ এর প্লে-অফ সূচি:
প্রথম কোয়ালিফায়ার- গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে (মঙ্গলবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, রাত ৮টা (বাংলাদেশ সময়)
এলিমিনেটর- লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২৪ মে (বুধবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, রাত ৮টা (বাংলাদেশ সময়)
দ্বিতীয় কোয়ালিফায়ার- প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে (শুক্রবার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, রাত ৮টা (বাংলাদেশ সময়)
ফাইনাল- প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে (রোববার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, রাত ৮টা (বাংলাদেশ সময়)।