১৭ জনের মধ্যে টিকে রইল দুই; বাকিরা ইংল্যান্ডের পথে

১৭ জনের মধ্যে টিকে রইল দুই; বাকিরা ইংল্যান্ডের পথে
Vinkmag ad

বেন স্টোকস চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছে। শনিবার দিল্লিতে চেন্নাইয়ের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচের পর ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক চেন্নাইয়ের ডেরা ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করার বিষয়টি নিশ্চিত করে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ। চেন্নাই মাঠের খেলা দিয়েই দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে এবং এই আসরে আরও দুটি থেকে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।

২১ এপ্রিল রবিবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্য ক্রিকবাজকে জানায়, ‘এসব কিছু আমাদের আগে থেকে জানানো ছিল এবং তাই আজ স্টোকস ফিরে যাচ্ছে।’ স্টোকস তিন মাসে আগেই নিউজিল্যান্ডে থাকাকালীন সময়ে ১লা জুন থেকে আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজের প্রস্ততির জন্য আইপিএলের শেষ সপ্তাহে তার না থাকার ব্যাপারটির আভাস দিয়েছিলেন।

১৬.২৫ কোটি রুপিতে (প্রায় দুই মিলিয়ন ডলার) অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে চেন্নাইয়ে যোগ দেয়া স্টোকসকে কেবল দুই ম্যাচের জন্য হলুদ জার্সিতে দেখা গেছে। বল হাতে উইকেটশূন্য থেকে ব্যাটিংয়ে মাত্র ১৫ রান করা স্টোকস ফিরে গেলেন তার দেশে।

স্টোকসের কনুইয়ের ইঞ্জুরি তাকে বোলিং থেকে দূরে সরিয়ে রেখেছিল। তাই আইপিএলে তার অংশগ্রহণ সীমিত করে শেষ সময়ে তিনি ইংল্যান্ড পাড়ি জমিয়েছেন। শুধু ব্যাটিংয়ের জন্য স্টোকসকে চেন্নাই দলে ভেড়ায়নি।

ইতোমধ্যে ইসিবি থেকে লখনৌর হয়ে শেষ চারের ম্যাচগুলো খেলতে মার্ক উডের ভারতে না ফেরার খবরটি নিশ্চিত করেছে। ইংল্যান্ডের এই বোলার লখনৌর হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন এবং গত এপ্রিলের শেষ সপ্তাহে তার সন্তানের জন্মদিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন।

গতকাল রবিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ পর্যন্ত ১৫ জন ইংল্যান্ড খেলোয়াড়ের এবারের আইপিএলে অংশগ্রহণ করে। শুধু মঈন আলী (চেন্নাই) থেকে যাচ্ছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ চারে জায়গা হওয়ায় ক্রিস জর্ডানকেও থাকতে হচ্ছে।

২০২৩ আইপিএলে ইংল্যান্ডের খেলোয়াড়: রিস টপলি, ডেভিড উইলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন (পাঞ্জাব কিংস), ফিল সল্ট (দিল্লি ক্যাপিটালস), হ্যারি ব্রুক, আদিল রাশিদ (সানরাইজার্স হায়দ্রাবাদ), জস বাটলার, জো রুট (রাজস্থান রয়েলস), মঈন আলী, বেন স্টোকস ( চেন্নাই সুপার কিংস), জেসন রয় (কোলকাতা নাইট রাইডার্স), মার্ক উড (লখনৌ সুপার জায়ান্টস), ক্রিস জর্ডান, জফরা আর্চার (মুম্বাই ইন্ডিয়ান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

গিলের সেঞ্চুরিতে ম্লান কোহলি, বাজল আরসিবির বিদায় ঘন্টা

Read Next

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে কোচ, পরিচালক

Total
0
Share