‘ধন্যবাদ রাজস্থান রয়্যালস, স্বপ্ন বাঁচিয়ে দেওয়ার জন্য’

‘ধন্যবাদ রাজস্থান রয়্যালস, স্বপ্ন বাঁচিয়ে দেওয়ার জন্য’
Vinkmag ad

ধ্রুব জুরেল এবারের আইপিএল মৌসুমের অন্যতম সেরা আবিষ্কার। উত্তর প্রদেশের ২২ বছরের এই ক্রিকেটার রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন আইপিএলের ১১ ম্যাচে। রাজস্থান রয়্যালস প্লে-অফে উঠতে না পারলেও জুরেলের মতো প্রতিভাবানের সৌন্দর্য দেখিয়েছে দর্শকদের। ধ্রুব জুরেলের ব্যাটিং দেখে প্রশংসা করেননি আইপিএল দেখা ও লেখা এমন মানুষের সংখ্যা খুব সামান্যই হবে।

ধ্রুব জুরেলের জন্য একটি স্মরণীয় অভিষেক মৌসুম, তার বয়স মাত্র ২২। আইপিএলের ১১ ইনিংসে ধ্রুবর ব্যাট থেকে ১৭২.৭৩ স্ট্রাইক রেটে আসে ১৫২ রান। দলের গুরুত্বপূর্ণ সময়ে রাখেন অবদান। স্বয়ং মহেন্দ্র সিং ধোনি তার পেছনে উইকেট কিপিং করছেন এটা ভেবেও রোমাঞ্চিত ধ্রুব।

রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্চাইজির এমন সুযোগে ধ্রুব জুরেল উচ্ছ্বসিত। স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে পথ দেখানো রাজস্থানকে তাই আবেগপ্রবণ হয়েই ধন্যবাদ জানিয়েছে ধ্রুব। টুইট বার্তায় লিখেন,

‘ধন্যবাদ রাজস্থান রয়্যালস, একটি ছেলেকে তার স্বপ্ন বাঁচাতে দেওয়ার জন্য। এটা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। আগামী বছর আপনার সাথে দেখা হবে।’

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অবশ্য প্রথম একাদশে ছিলেন না ধ্রুব জুরেল। তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেই মাঠে নামানো হয়েছিল। এদিনই আইপিএলের মঞ্চে অভিষেকও হয় তার। রাজস্থান রয়্যালসের সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর থেকে পুরো আসর জুড়েই জুরেল প্রশংসা কুড়িয়েছেন সতীর্থ, কিংবদন্তি, বিশ্লেষকদের। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করেছেন ধ্রুব। চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যামিও ইনিংসের পর ধ্রুব এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জুরেলের প্রশংসা শোনা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির মুখেও।

ধ্রুব জুরেলের অনবদ্য কয়েকটি পারফরম্যান্স-

৩২*(১৫) বনাম পাঞ্জাব কিংস
১৮ (১০) বনাম গুজরাট টাইটান্স
৩৪*(১৬) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
৩৪ (১৫) বনাম চেন্নাই সুপার কিংস
১০*(৪) বনাম পাঞ্জাব কিংস

ধ্রুব জুরেল দক্ষিণ আফ্রিকায় ২০২০ বিশ্বকাপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ছিলেন। অবশ্য সেই বিশ্বকাপে ভারত ফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশের কাছে হারতে হয়। এছাড়া ধ্রুব রঞ্জি ট্রফিতে খেলেন উত্তরপ্রদেশের হয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

ম্যাচ জিতেও গুজরাটের দিকে তাকিয়ে মুম্বাই

Read Next

গিলের সেঞ্চুরিতে ম্লান কোহলি, বাজল আরসিবির বিদায় ঘন্টা

Total
0
Share