ম্যাচ জিতেও গুজরাটের দিকে তাকিয়ে মুম্বাই

ম্যাচ জিতেও গুজরাটের দিকে তাকিয়ে মুম্বাই
Vinkmag ad

আইপিএলে শেষ চারে ইতোমধ্যে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস তাদের জায়গা নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে প্লে অফের দৌড়ে লড়ছে দুই দল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে দুই দলেরই সম্ভাবনা সমানে সমান থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরও তাকিয়ে থাকতে হবে ব্যাঙ্গালোর বনাম গুজরাটের ম্যাচের দিকে। কারণ ব্যাঙ্গালোর জিতে গেলে নেট রান হিসেব করে চতুর্থ দল হিসেবে শেষ চারে যাবে দুই দলের একটি নতুবা ব্যাঙ্গালোর হারলে এবারের আইপিএল শেষ ভিরাট কোহলিদের জন্য।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরু থেকেই হায়দ্রাবাদের ব্যাটিংয়ের এমন রুপ এই আসরে আগে কোনো ম্যাচে দেখা যায়নি। উদ্বোধনী জুটিতে ১৪০ রান। প্রতি ওভারে ১০ এর করে রান আসতে থাকে। ৪৭ বলে ৬৯ করে ভিবরান্ত শর্মা আউট হলেও আরেক ওপেনার তখনও তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী।

মায়াঙ্ক আগারওয়াল ৪৬ বলে ৮৩ করে মাধওয়াল আউট হলে রানের গতি মন্থর হয়ে পড়ে। সেই মাধওয়ালের বলেই বোল্ড হয়ে ১৩ বলে ১৮ করে ফেরেন হেনরিখ ক্লাসেন। হায়দ্রাবাদের আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেনি। ইনিংস শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২০০ রান।

প্রথম দিকে নিয়ন্ত্রণহীন বোলিংয়ে ছয় চার হজম করলেও শেষদিকে ঠিকই রানের লাগাম টেনে ধরতে পেরেছিলেন মুম্বাই বোলাররা। আকাশ মাধওয়াল একাই নেন ৪টি উইকেট। বাকি একটি উইকেট পান ক্রিস জর্ডান।

শেষ চারে জেতে জয়ের বিকল্প নেই। তাই জেতার পরিকল্পনা নিয়েই ব্যাটিংয়ে মুম্বাইয়ের উদ্বোধনী দুই ব্যাটার। ইশান কিশান নিজের ইনিংস বড় করতে না পারলেও অধিনায়ক ঠিকই তার দায়িত্ব পালন করে গেছেন। ৩৭ বলে ৫৬ করে রোহিত শর্মা আউট হওয়ার আগে স্পর্শ করেন বিশাল এক মাইলফলক। টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে ১১ হাজার রান পূর্ণ করেন।

তিনে নেমে ক্যামেরুন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে অসহায় হায়দ্রাবাদের বোলাররা। ৪৭ বলে ১০০ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সুরিয়া কুমার যাদব ১৬ বলে ২৫ করে তাকে যোগ্য সঙ্গ দেন। দুজনেই অপরাজিত থেকে ১২ বল বাকি থাকতেই মুম্বাইকে ৮ উইকেটের জয় এনে দেয়।

মুম্বাইয়ের মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছিল হায়দ্রাবাদ বোলাররা। একটি মায়ঙ্ক দাগার এবং অপর একটি উইকেট পান ভুবনেশ্বর কুমার। আজকের ম্যাচ সেরার খেতাব জেতেন ক্যামেরুন গ্রিন।

৯৭ ডেস্ক

Read Previous

আফগান টেস্টে অধিনায়ক লিটন, নাকি অন্য কেউ?

Read Next

‘ধন্যবাদ রাজস্থান রয়্যালস, স্বপ্ন বাঁচিয়ে দেওয়ার জন্য’

Total
0
Share