আফগান টেস্টে অধিনায়ক লিটন, নাকি অন্য কেউ?

নয়া টেস্ট অধিনায়ক সাকিব, ডেপুটি লিটন
Vinkmag ad

ইনজুরির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে সংশয়। তবে স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত সাকিবের জন্য অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। যদি শেষ পর্যন্ত সাকিব না থাকেন তবে অধিনায়কত্ব সামলাবেন কে? সহ-অধিনায়ক লিটন নাকি নতুন কেউ? সম্ভাবনা আছে মিরাজ, শান্ত’রও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান আজ গণমাধ্যমের সামনে সাকিবের ইনজুরি ইস্যুতে কথা বলেছেন। দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে অলরাউন্ডার সাকিবের অভাব থাকলেও বাধ্য হয়েই তরুণদের উপর আস্থা রাখবে বিসিবি।

‘প্রথমত সাকিবের কথা বলতেছি। সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা ভেরি কনসার্ন। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে। আমার মনে হয় সাকিব থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। এখন যে দল আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্ট যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’

টেস্টে সাকিব আল হাসানের সহ-অধিনায়ক লিটন দাস। তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে ঢাকা টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সহ-অধিনায়ক লিটনের অধিনায়কত্বে আস্থা রাখবে নাকি নতুন কাউকে খুঁজবে; আকরাম খান জানালেন, এই ব্যাপারে পুরো সিদ্ধান্ত বোর্ডের।

‘এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলা যাবে না।’

মিরাজ-শান্ত’র মাঝেও ক্যাপ্টেন্সির গুণ দেখেন আকরাম খান। মিরাজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পালন করেছেন অধিনায়কের দায়িত্ব। বিপিএলেও শান্ত, মিরাজকে অধিনায়ক হতে দেখা গেছে। এক সময় বাংলাদেশ ‘এ’ দল, ইমার্জিং দলের নিয়মিত অধিনায়ক ছিলেন শান্ত। এই দুইয়ের কাঁধেই এবার জাতীয় দলের ভার তুলে দেওয়া যায় কিনা ভালো জানেন কোচ, নির্বাচকরা।

আকরাম খানের ভাষ্যমতে দলের মধ্যে এমন ৫-৬ আছে, যারা ভবিষ্যৎে বাংলাদেশ দলকে পথ দেখাবে,

‘ওরা তো ফিউচার প্লেয়ার। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে। প্রায় ৫-৬ জন্য ক্যান্ডিডেট আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আফগান স্পিনের সামনে বুমেরাংয়ের শঙ্কা বাংলাদেশের

Read Next

ম্যাচ জিতেও গুজরাটের দিকে তাকিয়ে মুম্বাই

Total
0
Share