আফগান স্পিনের সামনে বুমেরাংয়ের শঙ্কা বাংলাদেশের

আকরাম খান
Vinkmag ad

আফগান স্পিন ত্রয়ী রাশিদ-মুজিব-নবীদের সামনে বুমেরাংয়ের শঙ্কায় বাংলাদেশ দল। আফগানিস্তানের স্পিন নিয়েই যত ভাবনা; তাইতো উইকেটের সুবিধা বেশ ভালোভাবেই নেওয়ার কথা জানালেন বিসিবি পরিচালক আকরাম খান। নিজেদের বানানো ফাঁদে প্রতিপক্ষকে কাবু করার বদলে কুপোকাত হওয়ার ভয়ও আছে। আফগান বিষে নীল না হওয়ার পথও খোঁজে দিয়েছেন আকরাম খান।

আগামী মাসে ঢাকায় একমাত্র টেস্ট, পরের মাসে হবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। আফগান স্পিনে প্রায়শই অসহায় হওয়া বাংলাদেশের জন্য এই সিরিজগুলোও সহজ হবে না। আফগানদের দুর্দান্ত স্পিন বোলিং নিয়ে তাই আগে থেকেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

কোন ধরনের উইকেটে আফগানদের বিপক্ষে লড়াই চালাবে? আকরাম খানের মতে, নিজেদের সুবিধাজনক উইকেটেই খেলবে বাংলাদেশ দল,

‘আমরা যে উইকেটে খেলে অভ্যস্ত, কারণ হোমে খেলা। হোমে যে ধরনের উইকেটে খেলি, ওই রকম উইকেটে খেললে অবশ্যই সুবিধা থাকবে।’

বরাবরের মতোই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় থাকে স্পিন। বর্তমান ক্রিকেট বিশ্বে শক্তিশালী স্পিন আক্রমণ হিসেব করলে আফগানরা থাকবে সামনের কাতারেই।

আর এতেই যেন বাংলাদেশের ভয়, নিজেদের বানানো ফাঁদে বুমেরাংয়ের শঙ্কা। আকরাম খান আজ গণমাধ্যমের সামনে অকপটেই বলে গেছেন রাশিদ-মুজিবদের খেলা কঠিন। সংকট মোকাবিলায় জন্য ক্রিকেটারদের দিয়েছেন টোটকা,

‘ওরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রাশিদ খান আছে, আপনার মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’

সূচি অনুযায়ী জুন মাসের ১৪ তারিখ মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হবে একমাত্র টেস্ট। এর আগে ১০ জুন ঢাকায় এসে পৌঁছাবে আফগানিস্তান টেস্ট দল।

৯৭ প্রতিবেদক

Read Previous

সিনিয়র বিশ্বকাপে পাকিস্তান দলে আফ্রিদি-ইউনুস-মিসবাহ

Read Next

আফগান টেস্টে অধিনায়ক লিটন, নাকি অন্য কেউ?

Total
0
Share