কেন্ট না জিতলেও আরাফাতের মনে রাখার মতো অভিষেক

কেন্ট না জিতলেও আরাফাতের মনে রাখার মতো অভিষেক
Vinkmag ad

বল হাতে আলো ছড়িয়ে অভিষেক ম্যাচে হাসতে পারেননি আরাফাত ভূঁইয়া। ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে প্রথম শ্রেণির অভিষেক ম্যাচ খেলতে নেমে শুরুর ইনিংসেই বল হাতে দাপট দেখান আরাফাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেও তার দল সারের কাছে হারে ১০ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশি বংশোদ্ভূত পেসার আরাফাত ভূঁইয়া কেন্টের জার্সি গায়ে ফার্স্ট ক্লাস অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই ঝুলিতে নেন ৪ উইকেট, ৬৫ রান খরচায়। আরাফাতের পেস আগুনে পোড়েন সারের ওলি পোপ, জেমি স্মিথ, বেন ফোকস ও উইল জ্যাকস।

২য় ইনিংসে আরাফাত কেবল ২.৩ ওভার করতেই ম্যাচ ১০ উইকেটে জিতে নেয় সারে। তবুও কেন্টের আরাফাত ভূঁইয়াকে দেখতে ভালো লেগেছে। ১ম ইনিংসে পাওয়া চার উইকেটের, তিনজন টেস্ট খেলোয়াড়, একজন ভবিষ্যৎ টেস্ট খেলোয়াড়। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সারের কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কেন্ট। টপ অর্ডারের ব্যর্থতায় ১১৮ রানে কেন্ট হারায় ৭ উইকেট। তবে জো এভিসন ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহ ২৭৮ এ নিয়ে যান।

জবাবে ৩৬২ রানে থামে সারের প্রথম ইনিংস। আরাফাত ভূঁইয়ার ৪ উইকেট ছাড়া ৩ উইকেট পান ওয়েস অ্যাগার। ৮৪ রানে পিছিয়ে থেকে কেন্ট দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে। থামে আরও অল্পতে, ১৪১ রানে। কেবল ৩ ব্যাটার ছুঁতে পারেন দুই অংকের ঘর।

৫৮ রানের ছোট লক্ষ্য সারে টপকায় ১১.৩ ওভারেই। ১০ উইকেটের বড় জয়ে সারের পয়েন্ট গিয়ে দাঁড়ালো। বিপরীতে ৬ ম্যাচ শেষে কেবল ১ জয় নিয়ে কেন্ট আছে একদম তলানিতে (৯ম অবস্থান)।

৯৭ ডেস্ক

Read Previous

বড় জয় নিয়ে প্লে-অফে গেল ধোনির চেন্নাই

Read Next

রিংকু সিং বাঁধা পার করে প্লে অফে লখনৌ

Total
0
Share