

বেতন-ভাতা সহ বেশকিছু বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় অনেকদিন ধরেই ক্যারিবিয়ান দলে উপেক্ষিত সিনিয়র খেলোয়াড়রা। অবশেষে ঝামেলা চুকিয়ে ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ফিরেছেন গেইল,স্যামুয়েলসরা।
২০১৬ সালের পর ওয়ানডে দলে ফিরেছেন স্যামুয়েলস ও জেরম টেলর, অন্যদিকে ২০১৫ সালের পর ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের পোস্টার বয় ক্রিস গেইল। সিনিয়রদের দলে ফেরানোয় আগামী মাসে ইংল্যান্ড সফরে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট, ১ টি টি টোয়েন্টি ও ৫ টি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এর সাথে একটি টি টোয়েন্টি খেলে ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ড সিরজের একমাত্র টি টোয়েন্টিটি খেলবে তারা, এরপর ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ।
বোর্ডের সাথে পরস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল সর্বশেষ ভারত সিরিজের একমাত্র টি টোয়েন্টিতে ব্যাট হাতে ক্রিস গেইলকে নামতে দেখেই। প্রসঙ্গত ওয়ানডেতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে র্যাংকিংয়ে ৯ নম্বরে আছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা আটে না আসতে পারলে খেলতে হবে ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব।
ওয়ানডে দল: সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, ক্রিস গেইল, জেসন হোল্ডার (অধিনায়ক), কাইল হোপ, শাই হোপ, আলজাররি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর ও ক্যারসিক উইলিয়ামস।