

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর এজিএম ও কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয়, সাধারন সম্পাদক পদে দেবব্রত পাল। পুন:নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিসিএসএ’র পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর পক্ষে কোয়াবের বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জুনায়েদ পাইকার, সহ-সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান ও কার্যনির্বাহী সদস্য খোরশেদ আলম।
পুন:নির্বাচিত কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিসিএসএ’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
পুন:নির্বাচিত কোয়াব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিসিএসএ সভাপতি জুনায়েদ পাইকার ক্রিকেট৯৭’কে বলেন,
‘বিসিএসএ দৃঢ়ভাবে বিশ্বাস করে নতুন ভিশন নিয়ে কোয়াব সামনে এগিয়ে যাবে। দেশের সাধারণ ক্রিকেটারদের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে কোয়াবের উদ্যোগ ও প্রতিশ্রুতি এই কমিটিকে পুনরায় নির্বাচিত করেছে।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় কোয়াবের প্রথম এজিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে মিরপুর হোম অব ক্রিকেটের মিডিয়া প্লাজায় এ যেন এক মিলনমেলা। বর্তমান ও সাবেক মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটারকে দেখা যায় অনুষ্ঠানস্থলে।