বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের কোয়াবের নেতৃত্বে দুর্জয়-দেবব্রত

খালেদ মাহমুদ সুজন নাইমুর রহমান দুর্জয় দেবব্রত পাল
Vinkmag ad

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন ছিল আজ। তবে পুরানো নেতৃত্বেই আস্থা রাখছে সবাই, তাই হয়নি নির্বাচন প্রক্রিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত নাঈমুর রহমান দুর্জয়, সাধারন সম্পাদক পদে দেবব্রত পাল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় কোয়াবের প্রথম এজিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে এ যেন এক মিলনমেলা। বর্তমান ও সাবেক মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটারকে দেখা যায় অনুষ্ঠানস্থলে।

ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর নতুন মেয়াদেও সভাপতির চেয়ারে থাকছেন নাঈমুর রহমান দুর্জয়। সাধারন সম্পাদক পদে দেবব্রত পাল পুনরায় নির্বাচিত।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়ার) এর আনুষ্ঠানিক যাত্রায় প্রয়াত জাতীয় ক্রিকেট কোচ ও ক্রীড়ালেখক জালাল আহমেদ চৌধুরীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠালগ্নে তিনিই ছিলেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারন সম্পাদক পদে দেবব্রত পালের নেতৃত্বে শুরু হয় বর্তমান কমিটির পথচলা।

শুরুতেই নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অসামান্য কূটনৈতিক তৎপরতা ও যাবতীয় কার্যক্রম পর্যালোচনাপূর্বক ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (ফিকা) এর সদস্য পদ লাভ করে কোয়াব। ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কোয়াব তার কার্যপরিধি নির্ধারণপূর্বক অত্যন্ত সফল ভাবে এগিয়ে যায়।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাপনের চোখে সেরা মুহূর্ত দুই শিরোপা জয়

Read Next

বাংলাদেশ ভুলে গেলেও আশরাফুল, ইমরুলদের ভুলেনি বিশ্ব

Total
0
Share