

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবি বসের চোখে দেশের ক্রিকেটের সেরা মুহূর্ত, নারীদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শিরোপা জয়।
মিরপুর হোম অব ক্রিকেটের মিডিয়া প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই অডিও ভিজ্যুয়ালে দেখানো হয় দেশের ক্রিকেটের সেরা সব অর্জন। উপস্থাপক কাজী সাবির বোর্ড প্রেসিডেন্টের কাছে জানতে চান তার দেখা সেরা মুহূর্ত?

নাজমুল হাসান পাপন বললেন, দুই শিরোপা জয় তার কাছে সেরা। এবং দু’টিই এসেছে ভারতের বিপক্ষে।
২০১৮ সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল ভারতের নারী দলকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ক্রিকেটীয় শোকেসে আসে সবচেয়ে দামি ট্রফি। আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিল আজ। দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে এ যেন এক মিলনমেলা।