

শান্ত যে বল করতে পারে আগে দেখেননি নাজমুল হাসান পাপন। শান্ত’র অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা থাকলেও বিসিবি সভাপতি এখনও শান্তকে বোলার হিসেবে ধরেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তামিম ইকবালের ক্যাপ্টেন্সি নিয়ে কোনোপ্রকার বিচার-বিশ্লেষণে যেতে চান না পাপন। তবে ধরিয়ে দিয়েছেন ভুল।
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্তকে বোলিংয়ে আনতেই মিলে সাফল্য। ৪২ তম ওভারে এসে শান্ত নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দেন স্বস্তি। টেক্টর-টাকারের জুটিতে জয়ের পথে ছুটতে থাকা আইরিশদের ফেলে দেন চরম বিপাকে। ক্যাচ বানিয়ে ফেরান হ্যারি টেক্টরকে।
পরে অবশ্য শান্ত আরও দু’টি ওভার করেন। মিরাজের পারফরম্যান্স দেখেই শান্তকে বোলিংয়ে এনে অধিনায়ক তামিমের বাজিমাত। ম্যাচ শেষে তামিম তাই স্বাভাবিকভাবেই প্রশংসায় মাতেন শান্ত’র। এবার বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বক্তব্য,
‘শান্ত বল করতে পারে শুনেছি। আমাকে বলেছে ও প্র্যাকটিস করে। আসলে ওকে বোলার হিসেবে কখনো দেখিনি। ঐ সময়টায় সে যে সাহস নিয়ে বল করেছে, এটার জন্য অবশ্যই বলতে হবে অসাধারণ করেছে। তবে এখনও শান্তকে বোলার হিসেবে ধরি না। হয়ত সামনে অলরাউন্ডার হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তামিম ইকবালের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বিসিবি বস। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে চোটের কারণে সাকিব ছিলেন না সেরা একাদশে, সংকট ছিল স্পিনারের। এই ইস্যুতে পাপনের বক্তব্য, তাকে জিজ্ঞেস করলে আরও একটি স্পিনার নিয়ে একাদশ সাজাতে বলতেন।
‘ক্যাপ্টেন্সি নিয়ে এখন কথা বলা কঠিন। যে এখন ক্যাপ্টেন আছে তাকে নিয়ে কী বলব? ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি মনে করি যেহেতু সাকিব নেই আরও একজন স্পিনার খেলানো উচিৎ ছিল। আমাকে জিজ্ঞেস করলে বলতাম আরেকটা স্পিনার নেওয়া উচিৎ ছিল। আগের দুটো ম্যাচে ৩ স্পিনার আর এই ম্যাচে ১ স্পিনার, একটু খটকা লেগেছে। হয়ত কন্ডিশন দেখে সাজিয়েছে।’