এশিয়া কাপ ইস্যুতে সবশেষ খবর জানালেন বিসিবি বস

ব্রাজিল ভক্ত পাপন বলছেন আর্জেন্টিনা সাংঘাতিক
Vinkmag ad

এশিয়া কাপের ভেন্যু ইস্যুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নেয়নি নতুন করে কোনো সিদ্ধান্ত। কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, জানে না বিসিবি। আগের সেই হাইব্রিড মডেল নিয়েই সুর মেলালেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বাংলাদেশে না হলেও শ্রীলঙ্কার সুযোগ দেখছেন পাপন।

এশিয়া কাপ ইস্যুতে সবশেষ খবর জানাতে গিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন বললেন,

‘এসিসি থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কবে জানানো হবে এটা বলা মুশকিল। এখন দুটো রাস্তা আছে। একটা হাইব্রিড মডেল, আরেকটা হল যেকোনো এক দেশে পুরো আসর। হাইব্রিড মডেল হলে পাকিস্তান ও আরব আমিরাত। একটি ভেন্যু হলে সুযোগ বেশি শ্রীলঙ্কার।’

পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে পুরো এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। তাহলে বিকল্প, হয় পাকিস্তানে খেলা অথবা হাইব্রিড মডেল গ্রহণ করা।

বাংলাদেশকে ভেন্যু হিসেবে এসিসি রাখতে চাইলেও বৃষ্টির ভাবনায় বিসিবির ‘না’।

‘বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যেহেতু বৃষ্টি থাকবে আর ওয়ানডে… টি-টোয়েন্টি হলে একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমাদের ঐ সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের প্রস্তাব দেওয়া হলে বলেছি এ সময়ে খেলা সম্ভব না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে চান পাপন

Read Next

অতিমাত্রায় আগ্রাসী হতে গিয়ে ফলোঅনে বাংলাদেশ

Total
0
Share