ইংল্যান্ডের হয়ে আর্চারের ক্যারিয়ার শেষ দেখছেন পিটারসেন

জফরা আর্চার
Vinkmag ad

জফরা আর্চারের ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন সম্ভবত শেষ, তার উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দেওয়া; প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন আর্চারের ভবিষ্যৎ সম্ভাবনা এমনই দেখছেন। চোটের ধাক্কায় দেশের হয়ে চলতি মৌসুমে ছিটকে গেলেন আর্চার।

আগামী ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। অ্যাশেজে তো বটেই চলতি মৌসুমেই আর আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। কনুইতে আঘাতের কারণে জফরা আর্চার বাদ পড়েন। দীর্ঘ ১৭ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন এই তারকা পেসার।

প্রাক্তন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনের মতে, জফরা আর্চার যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করেন তবে তার জন্য আরও ভাল হবে। দেশের হয়ে ১৩টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টিতে খেলা আর্চারের জন্য ইংলিশ জার্সিতে ফেরা কঠিন; জানালেন পিটারসেন।

‘জফরা আর্চারকে নিয়ে আমি হতাশ। আমি মনে করি ইংল্যান্ডের হয়ে তার ক্যারিয়ার শেষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাৎসরিক চুক্তির যে প্রস্তাবটির কথা চলছে, আমি সেটা জানি। এখন সেই চুক্তিতে যাওয়াই জোফরার জন্য শ্রেয়। ছয় মাস সময় লাগবে সুস্থ হতে। অল্প কিছু টুর্নামেন্টে সে খেলবে। বছরের অল্প কয়েক মাসেই সে বোলিং করবে। এভাবেই সে ভালো অর্থ উপার্জন করবে। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারও থাকবে।’

আর্চারের সঙ্গে বার্ষিক চুক্তির ভাবনা আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। তাহলে আর্চার বছরে কতগুলো ম্যাচ দেশের হয়ে খেলবেন, কোন কোন সিরিজে খেলবেন- এসব কিছুই নির্ধারণ করবে মুম্বাই। ফ্র্যাঞ্চাইজির অনুমতি না নিয়ে তাকে খেলাতে পারবে না ইংল্যান্ড। 

আপাতত আর্চারের পূনর্বাসন চলছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও সাসেক্সের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে।

অনেক সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় জফরা আর্চারের। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে রাখেন বড় অবদান, তবে ইনজুরিতে পড়ে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে।

৯৭ ডেস্ক

Read Previous

ইতিহাস তৈরি করলেন টেক্টর, পেছনে ফেললেন যাদের

Read Next

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে চান পাপন

Total
0
Share