ইতিহাস তৈরি করলেন টেক্টর, পেছনে ফেললেন যাদের

টেক্টরের দাপুটে সেঞ্চুরি, বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
Vinkmag ad

সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলে যাচ্ছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। আয়ারল্যান্ডের তরুণ এ ব্যাটার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে (ওয়ানডে ব্যাটারদের তালিকায়) সেরা দশে প্রবেশ করেছেন, তৈরি করেছেন ইতিহাস।

চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সাম্প্রতিক ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টেক্টর ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন এবং ২৩ বছর বয়সী এ ব্যাটার তিন ম্যাচে তিনটি অসাধারণ ইনিংসে মোট ২০৬ রান করে সর্বোচ্চ রান-স্কোরার হিসেবে সিরিজ শেষ করেন।

সর্বশেষ ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম ১০ জনের ভেতর ঢুকে গেছেন টেক্টর। এই সিরিজের দরুণ তার রেটিং পয়েন্ট বেড়েছে ৭২। তরুণ এই আইরিশ বিশ্বসেরা ব্যাটারদের মধ্যে ৭ নম্বরে অবস্থান করছেন এবং সাদা বলের এই ব্যাটিং লিস্টের মোড়ল বাবর আজম এখানো এক নম্বরেই আছেন।

আয়ারল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেক্টর র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এলেন। পুরুষদের ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে টেক্টরের ৭২২ পয়েন্টও আয়ারল্যান্ডের যেকোনো ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। ডান হাতি এই ব্যাটার বর্তমানে র‍্যাঙ্কিংয়ে যুগের বিশ্বসেরা ব্যাটার রোহিত শর্মা, ভিরাট কোহলি, স্টিভ স্মিথ, জস বাটলার এবং কুইন্টন ডি ককের আগে অবস্থান করছেন।

এর আগে আয়ারল্যান্ড বংশোদ্ভূত এউইন মরগান ২০১৯ এ ৭১২ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি করলেও তখন তিনি ইংল্যান্ডের হয়ে খেলছিলেন। এর আগে জুন ২০২১ পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৯৭ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে আইরিশ ব্যাটারদের প্রতিনিধিত্ব করেছিলেন পল স্টার্লিং।

৯৭ ডেস্ক

Read Previous

রুশোতে ম্লান লিভিংস্টোন, দিল্লির জয়

Read Next

ইংল্যান্ডের হয়ে আর্চারের ক্যারিয়ার শেষ দেখছেন পিটারসেন

Total
0
Share