

ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে বাড়ছে বাংলাদেশিদের পদচারণ। এবার ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে খেলতে সই করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পেসার আরাফাত ভূঁইয়া।
ইংলিশ কাউন্টি দল কেন্ট ২০২৩ মৌসুমের বাকি অংশের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার আরাফাত ভূঁইয়াকে চুক্তিবদ্ধ করেছে। আরাফাতের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পাচড়া গ্রামে। বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি এখন যুক্তরাজ্যের বাসিন্দা।
আজ এক বিবৃতিতে কেন্ট ক্রিকেট লিখেছে,
‘কেন্ট ক্রিকেট ২০২৩ মৌসুমের বাকি অংশের জন্য ডান-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার আরাফাত ভূঁইয়াকে সই করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।’
We're delighted to announce the signing of right-arm fast-medium bowler Arafat Bhuiyan for the remainder of the 2023 season ✍️
Welcome to the Kent Cricket family, @arafatbhuiyan19!
— Kent Cricket (@KentCricket) May 17, 2023
২৬ বছর বয়সী এই পেসার গত ছয় বছরে সারে, এসেক্স এবং ডার্বিশায়ারের দ্বিতীয় একাদশের পাশাপাশি ২০১৯ সালে এমসিসির তরুণ ক্রিকেটারদের দল এবং এই বছর দক্ষিণ এশিয়ান ক্রিকেট একাডেমির হয়েও খেলেছেন।
গত সপ্তাহে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের বিপক্ষে তার সেরা বোলিং ফিগার ৪-৮১। টুর্নামেন্টে কেন্ট দ্বিতীয় একাদশের হয়ে আরাফাত মোট ১৭ উইকেট নিয়েছেন।
বয়সের সাথে মিল রেখে কেন্ট তাকে ২৬ নম্বর জার্সি দিয়েছে। আগামীকাল কিয়া ওভালে শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের মুখোমুখি হতে স্পিটফায়ারের স্কোয়াডে আরাফাত।