

ঘরের মাঠে টেস্ট এবং ওয়ানডের পর এবার টি টোয়েন্টিতেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ হেরে যায় বাংলাদেশ। একটি টেস্টেও টাইগার যুবারা পাকিস্তানের কাছে পাত্তা পায়নি। আর আজ একমাত্র টি টোয়েন্টিতেও প্রতিরোধ গড়তে না পেরে ৪ উইকেটে হেরে যায় বাংলার যুবারা।
একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরসূচি নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসে। তিন ফরম্যাটেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বাংলাদেশ ছেড়ে যাবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
রাজশাহীতে একমাত্র টি টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সাদ বেগ। দুর্দান্ত উদ্বোধনী জুটিতে ভালো কিছুর ইঙ্গিত ছিল। জিসান আলম এবং মঈনুল ইসলাম তন্ময় জুটিতে আসে ৭২ রান। জিসানের ব্যাটিং ধরণ দেখে খুব সাবলীল মনে হচ্ছিল। ২৬ বলে ৫২ রান করে আউট হন তিনি। সেদিক থেকে আরেক ওপেনার ঠিক তার উল্টো। ৩৩ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে।
তিনে নেমে অধিনায়ক আহরার আমিন তিন ছক্কা হাঁকানোর পর ১০ বলে ২০ করে ক্যাচ দিয়ে আউট হন। মিডল অর্ডারে আরিফুল ইসলাম খুব ঠান্ডা মাথায় খেলছিলেন। ২৫ বলে ৩০ করে আমির হাসানের বলে আউট হন তিনি। এরপর মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, মোহাম্মদ শিহাব জেমস ছোট ছোট ইনিংস খেললে ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৫৯।
পাকিস্তান যুবাদের পক্ষে আহমেদ হুসেইন ২টি, আলি আসফান্দ, আমির হাসেন, মোহাম্মদ তাহির ১টি করে উইকেট পান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে প্রথম ওভারেই বাংলাদেশিদের আঘাত। প্রথম ওভারে ইকবাল হোসেন ইমনের শেষ বলে শাহজেব খান আউট। প্রথমে উইকেট পাওয়ার এমন আনন্দোল্লাসের পর বোলিংয়ের সফলতা পেলেও সে আনন্দ আর বেশিক্ষণ টেকেনি। যে এসেছেন, দায়িত্ব নিয়ে রান করে গেছেন।
ওপেনার শামিল হোসেন, ইকবাল হোসেন ইমনের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ বলে ৬৭ রানে ম্যাচ জয়ী ইনিংস খেলে গেছেন। সাদ বেগ এবং তৈয়ব আরিফের জুটি ভয়ঙ্কর রূপ নেয়ার আগেই তাদের সাজঘরে ফেরায় স্বাগতিকরা। ততক্ষণ পর্যন্ত ম্যাচটাতে দুই দলের সম্ভাবনাই ছিল। কিন্ত ম্যাচের ১৬তম ওভারে জাকারিয়া ইসলাম শান্তর বলে আরাফার মিনহাজ ১ ছক্কা ৩ চারে ১৮ রান নিলে খেলা পাকিস্তানের দিকে ঘুরে যায়।
এরপর বাংলাদেশের যুবারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেট বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান তাদের লক্ষ্য পূরণ করে।
বাংলাদেশের যুবারা কম রানের টার্গেটেই পাকিস্তানকে বেঁধে ফেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর ম্যাচটা জিততে পারে নি। ইকবাল হোসেন ইমন ৩টি, রোহানাত দৌলা বর্ষন ২টি এবং আরিফুল ইসলাম পান ১টি উইকেট।
একমাত্র টেস্টে পাকিস্তান ১০ উইকেটে জেতার পর চট্টগ্রামে প্রথম দুটি ওয়ানডেতেও পাকিস্তান জিতে নেয় ৯ উইকেটে এবং ৭৮ রানে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৪ উইকেটে জিতলেও শেষ দুটি ওয়ানডে আবার হেরে যায় ৮ উইকেটে এবং ৮০ রানে। আর আজ একমাত্র টি টোয়েন্টিতে বাংলাদেশের হার ৪ উইকেটে। সব মিলিয়ে সবগুলো ফরম্যাটেই ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এর কাছে সিরিজ হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।