সেরা দশ থেকে ছিটকে গেলেন সাকিব, এবাদতের উত্থান

সাকিব জানালেন তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ
Vinkmag ad

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ একেবারেই ভালো যায়নি সাকিব আল হাসানের। বৃষ্টিতে পন্ড হওয়া ১ম ম্যাচে ব্যাট হাতে করেন ২০ রান। ২য় ওয়ানডেতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে ৫৭ রান খরচে থাকেন উইকেটশুন্য।

ঐ ম্যাচে পাওয়া চোটে পরে ছিটকে যান শেষ ওয়ানডে থেকে। এই সিরিজের পর র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে সাকিবের। এর আগে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা সাকিব নেমে গেছেন ১৪ নম্বরে। রেটিং পয়েন্ট কমে হয়েছে ৬১০।

এর আগে ১৬ নম্বরে থাকা মেহেদী হাসান মিরাজ ২১ রেটিং পয়েন্ট হারিয়ে যৌথভাবে আছেন ২৪ নম্বরে।

প্রথম দুই ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান শেষ ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেও রেটিং পয়েন্ট খুইয়েছেন। ৭ রেটিং পয়েন্ট হারিয়ে মুস্তাফিজ ১ ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে।

এই ৩ জন ছাড়া সেরা ৫০ এ নেই বাংলাদেশের আর কেউই। এর আগে ৪৯ নম্বরে থাকা তাইজুল ইসলাম নেমে গেছেন ৫২ নম্বরে।

ক্যারিয়ার সেরা ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ১০০ তে প্রবেশ করেছেন এবাদত হোসেন। তার অবস্থান ৯৮ নম্বরে।

যথারীতি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

সর্বশেষ হালনাগাদের পর আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিং-

১. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭০৫
২. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৬৯১
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৮৬
৪. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৬৭
৫. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৬৬০

৬. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৫২
৮. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৩৭
৯. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ৬৩১
১০. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৩০।

৯৭ ডেস্ক

Read Previous

দুই ভিন্ন সময়ে, তিন ভেন্যুতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Read Next

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও টাইগার যুবাদের হার

Total
0
Share